পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি বেসরকারি সংগঠন পরিচালিত আবাসিক প্রতিষ্ঠানের বিশেষ সক্ষম ছেলেমেয়েরা প্রায় দু মাসের চেষ্টায় বানিয়ে ফেলেছে বেশ কয়েক হাজার রাখি। রাখি বন্ধনের আগে পর্যন্ত এটাই তাদের প্রশিক্ষণ। বিশেষ সক্ষম ছেলেমেয়েদের হাতে বানানো সেই সব রাখি বাজারে বিক্রির পাশাপাশি অনলাইন মাধ্যমে বিক্রি করছে সংগঠনটি।
আরও পড়ুন ঃ মেদিনীপুরে অভিনব ভাবনা! সবুজায়নের বার্তা ছড়াতে পড়ুয়াদের হাতিয়ার ‘ রাখি ‘
advertisement
ইতিমধ্যে দাঁতন বাজার-সহ মেদিনীপুর এমনকি দিল্লিতেও পৌঁছে গিয়েছে সেইসব রাখি। পরিবেশবান্ধব নানান জিনিস যেমন কুমড়োর বীজ, ধান, তুলো, কাগজ দিয়ে তারা এই রাখিগুলো তৈরি করছে। শুধু উপার্জনের ক্ষেত্র নয়, রাখি বন্ধনের দিন জেলার বিভিন্ন প্রশাসনিক দফতরের আধিকারিকদের হাতে রাখি বেঁধে বন্ধনের বার্তা দেবে বিশেষ সক্ষম এই ছাত্র ছাত্রীরা।
বাড়তি রাখি বিক্রি করে উপার্জিত লভ্যাংশ বিশেষ সক্ষম ছেলেমেয়েদের অ্যাকাউন্টে জমানো থাকবে বলে জানিয়েছে সংগঠনের সহ সম্পাদক। যা তাদের আগামী জীবনে কাজে লাগবে।
Ranjan Chanda