তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকদের। লোড টেস্টিং এর কাজের জন্য বীরেন্দ্র সেতুর দুদিকে আছে একাধিক ব্যারিকেড, আছে পুলিশি প্রহরা। দ্রুত গতিতে বাইক ছুটিয়ে মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটকে যায় দুই যুবক।
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কের ঢাকা খুলতেই মর্মান্তিক পরিণতি দুই ভাই-এর, বিষাক্ত গ্যাসে সব শেষ
advertisement
বাইক সহ ওই দুই যুবককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকেরা, আর তাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তল্লাশি চালিয়ে যুবকদের কাছ থেকে ওড়িশার রাজ্যের একাধিক গাড়ির নম্বর প্লেট , ৩টি মোবাইল, সোনার গহনা এবং কয়েক হাজার টাকা উদ্ধার করে পুলিশ। দুই সন্দেহভাজনকে আটক করে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত দুই দুষ্কৃতী আন্তঃরাজ্য চুরি ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। কোথাও চুরি বা ছিনতাই করেই পালানোর চেষ্টা করছিল। অভিযুক্তরা ওড়িশার জাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের তরফে এখনও দুই যুবকের নাম পরিচয় সহ বিস্তারিত জানানো হয়নি। তবে, তারা আন্তঃরাজ্য দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
রঞ্জন চন্দ