Jalpaiguri News:সেপটিক ট্যাঙ্কের ঢাকা খুলতেই মর্মান্তিক পরিণতি দুই ভাই-এর, বিষাক্ত গ্যাসে সব শেষ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সেপটিক ট্যাঙ্কের ঢাকা খুলতে গিয়ে ট্যাঙ্কের ভিতর পড়ে মৃত্যু ঘটল দুই ভাইয়ের
জলপাইগুড়ি: সদ্য তৈরি শৌচাগারের ট্যাঙ্কের ঢাকা খুলতে গিয়ে মর্মান্তিক কাণ্ড! ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। রবিবার সকাল ৯টা নাগাদ ভয়াবহ ঘটনাটি ঘঠেছে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনির গুয়াবাড়ি এলাকায়। মৃতদের নাম কতিপুল ইসলাম (২৬) ও শাহিদ হোসেন (২০)। দু’জনেই পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় এক বাড়িতে দুই ভাই মাস খানেক আগে তৈরি এক শৌচালয়ের ট্যাঙ্কের শাটার খুলতে ট্যাঙ্কের ভিতরে নামেন। ট্যাঙ্কের ঢাকনা খুলে নীচে নামতে গিয়ে প্রথমে বড় ভাই অসাবধানতাবশত নীচে পড়ে যান। দাদাকে বাঁচাতে নিচে নামেন ছোট ভাই। ট্যাঙ্কের ভিতর জল ও গ্যাস জমে থাকায় দুই ভাইই দমবন্ধ হয়ে মারা যান বলে প্রাথমিক ভাবে মনে করছেন স্থানীয়রা
advertisement
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে যায়। ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ। এরপর পাম্পের সাহায্যে জল বার করে দুইভাইকে উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে আসা হয়। তেশিমলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল তৃণমুল সভাপতি ওয়েরেসুল অম্বিয়া বলেন, ” খুবই মর্মান্তিক ঘটনা। রবিবার সকালে সেফটি ট্যাঙ্কের শাটার খুলতে গিয়ে ভিতরে পড়ে মৃত্যু হয়েছে।” পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 4:54 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News:সেপটিক ট্যাঙ্কের ঢাকা খুলতেই মর্মান্তিক পরিণতি দুই ভাই-এর, বিষাক্ত গ্যাসে সব শেষ