বর্তমানে তিনি ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (Birla Institute of Technology, Jharkhand) অধ্যাপনা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সবং থানার পানিথর গ্রামের বাসিন্দা চিন্ময় চক্রবর্তী ১৯৯৯ সালে পিংলার কড়কাই বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক এবং ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। প্রথম থেকেই মেধাবী চিন্ময় এর পর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেন।
advertisement
তারপরই, খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) থেকে টেলিকমিউনিকেশনের উপর রিসার্চ (M.S, Research) করেন এবং ফেডারেল ইউনিভার্সিটি অফ পিয়াও থেকে পোস্ট ডক্টরেট ফিলোজফি (Post-Doctoral Fellow) করেন বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর উপর।
পরবর্তী সময়ে, হোসাই বিশ্ববিদ্যালয় (জাপান), মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় (ইউএসএ) এবং আইআইটি খড়্গপুরের নানা গবেষণা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে, ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনার সঙ্গে, প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কিত গবেষণাতেও মগ্ন আছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের এই 'ভূমিপুত্র'। তাঁর সাফল্যে স্বভাবতই খুশি খড়্গপুর আইআইটি (IIT) কর্তৃপক্ষ এবং উদ্বেলিত আপামর পশ্চিম মেদিনীপুর জেলাবাসী।
Partha Mukherjee






