স্থানীয় ও রেল সূত্রে খবর, শিশুর কান্না শুনে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ওড়িশাগামী একটি মালবাহী ট্রেনের গার্ড স্টেশনে খবর দেন। শিশুর কান্না শুনতে পেয়ে নাইট ডিউটিতে থাকা কর্মীদের খবর দেওয়া হয়। তাঁরাই ব্যাগ ভর্তি শিশুটিকে উদ্ধার করেন। মনে করা হচ্ছে, শিশুটিকে একটি ব্যাগে করে ঝুলিয়ে দিয়েছে কেউ। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
advertisement
শুধু শনিবার নয়, কয়েকদিন আগেও কেশিয়াড়ির হাতিগেড়িয়া এলাকায় রাস্তার ধার থেকে এক সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করেন এক যুবক। সদ্যোজাতের চিকিৎসা চলছে নয়াগ্রাম হাসপাতালে। দুই ক্ষেত্রেই সদ্যোজাত কন্যাসন্তান। ফলে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, কারা এমন কাজে যুক্ত।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 3:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Crime News: ব্যাগের মধ্যে কার যেন কান্না! সামনে আসতেই দেখা গেল... শিউরে ওঠার মতো ঘটনা






