বিদ্যালয়ের সহ শিক্ষক অসীম কুমার মন্ডল জানান, এই কর্মশালার মাধ্যমে একদিকে ছাত্রছাত্রীরা যেমন স্কুল স্তর থেকে জাতীয় পতাকায় কিকি রঙ থাকে, কোন রঙ উপরে, মাঝে এবং নীচে থাকে, সে সম্পর্কে যেমন ছাত্রছাত্রীদের নূন্যতম ধারনা তৈরি হবে।
আরও পড়ুনঃ হাজারও চেষ্টা সত্ত্বেও নিষিদ্ধ পলিব্যাগ ব্যবহারে নেই সম্পূর্ন লাগাম!
advertisement
তেমনই ভারতের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর বিপ্লবীদের ভুমিকা, দেশের প্রতি সম্মানবোধ, দেশাত্মবোধ তৈরি হবে ছাত্রছাত্রীদের মধ্যে। পাশাপাশি রাখী তৈরীর মাধ্যমে মানুষকে গাছ লাগানো, পরিবেশ দূষণ রোধ, সবুজায়ন, প্লাষ্টিক বর্জন সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা করা হবে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুনঃ গ্রামীন হাটে হাতি! দেখেই দৌড়ে ছুটোছুটি
স্কুলের তরফে আরও জানানো হয়, এবার ছাত্রছাত্রীরা প্রায় ২০০০ রাখী তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। এই সমস্ত রাখী তারা ঐদিন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত, গ্রামবাসীদের পরিয়ে দেবেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
Partha Mukherjee