সর্বশেষ প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ রেংকিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকলেও রাজ্যের বিচারে আইআইটি খড়গপুর প্রাচীনতম ও সেরা প্রযুক্তিবিদ্যার পিঠস্থান। প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ছাত্র ও ছাত্রী আবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
প্রসঙ্গত দেশের বিভিন্ন রাজ্যের বহু পড়ুয়া আইআইটিতে পড়াশোনা করে। তাদের থাকার জন্য নতুন অত্যাধুনিক হোস্টেল রুমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর থেকে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের মধ্যে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আইআইটি খড়্গপুরে নেতাজি অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভিকে তিওয়ারি সহ অন্যরা।
আইআইটি খড়্গপুরে তিনটি হস্টেল ও একটি নতুন ভবনের উদ্বোধন হয়। আইআইটি সূত্রে খবর সাবিত্রী বাই ফুলে হল অফ রেসিডেন্স নামে দুটি গার্লস হস্টেল এবং অটল বিহারী বাজপেয়ি হল অফ রেসিডেন্স নামে একটি বয়েজ হস্টেলের ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন একটি ভবনের উদ্বোধন হয়। উল্লিখিত, এই হস্টেলে ৫০০ জন করে থাকতে পারবেন। প্রতিটি রুমে রয়েছে শীততাপের ব্যবস্থা। শুধু তাই নয়, রয়েছে সাজানো রুম।
রঞ্জন চন্দ