বাজারে ২৫ থেকে ৩০ টাকা কিলো প্রতি আলু বিক্রি হলেও আমরা এখনো পর্যন্ত লাভের মুখ দেখতে পাইনি। এই পরিস্থিতিতে ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই সমস্যায় আছে আলু কেনাবেচা নিয়ে।
advertisement
আরও পড়ুনঃ লাদাখে বাস দুর্ঘটনায় নিহত সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতি বছরই বেশ ভালো পরিমাণে আলুর চাষ হয়। কিন্তু গত মরশুম থেকে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক চাষী দ্বিতীয় বার সাহস করে আলু লাগায়নি। ফলে এবার আলুর ফলনের পরিমাণে সামান্য হলেও ঘাটতি রয়েছে।
আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পরেও মিলছে না চাকরি! হতাশ লোধা শবর সমাজের যুবক যুবতীরা
যার ফলে আলুর বড় ব্যবসায়ীরা স্টোরেজে আলু সীমিত পরিমাণ রেখেছেন। তাই একদিকে যেমন আলুর চাহিদা আগের মতই রয়েছে, অন্যদিকে আলুর ফলনে এবারে কিছুটা হলেও ঘাটতি রয়েছে। যে কারনেই আলুর দাম আকাশ ছোঁয়া। তবে দেখার বিষয় এই সমস্যার সমাধান কবে হয়।
Partha Mukherjee