মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান দেহ সংরক্ষণের এই ফ্রিজারের উদ্বোধন করেন। মেদিনীপুর পদ্মাবতী শ্মশানের বিদ্যুৎ চুল্লির অফিস রুমে রাখা হয়েছে এই ফ্রিজারটি। কেউ চাইলে এখান থেকে নিয়ে বাড়িতেই মৃতদেহ বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন।
আরও পড়ুন: মেদিনীপুর শহরের কাছে হাতির হানা, তুলকালাম কাণ্ড গোপগড় ইকোপার্কে
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দেহ সংরক্ষণের এই ফ্রিজারটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। চারিদিক কাঁচ দিয়ে ঘেরা। ফলে বাইরে থেকে মৃত প্রিয়জনকে ভালোভাবেই দেখা যাবে। মৃতদেহ সংরক্ষণে এই পোর্টেবল ব্যবস্থা চালুর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি মেদিনীপুরের পুরপ্রধানের।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2023 9:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পোর্টেবল দেহ সংরক্ষণ ব্যবস্থা চালু হল মেদিনীপুরে





