বেলদা থানার সালাজপুর এলাকা থেকে হার ছিনতাই করে পালানোর সময় নারায়নগড় থানা এলাকা থেকে এক মহিলা সহ মোট ১৫ জনকে গ্রেফতার করে বেলদা থানার পুলিশ। শুক্রবার গ্রেফতার করা ১৫ জনকে আদালতে তোলা হয়।
আরও পড়ুন: অবশেষে দিঘায় শুরু বর্ষার বাঁধভাঙা বৃষ্টি, উত্তাল সমুদ্রে মজে পর্যটকেরা
জানা গিয়েছে, বেলদা থানার সালাজপুর এলাকার এক ব্যবসায়ী সৌগত চন্দের বাড়িতে মহোৎসবের আয়োজন ছিল। বৃহস্পতিবার দুপুর নাগাদ বৃষ্টি আসাতে সবাই একটু বিশৃঙ্খল অবস্থায় ছিল। তখনই ওখানে ঢুকে পড়ে বেশ কয়েকজন মহিলা, আমন্ত্রিত অতিথিদের গলা থেকে হার ছিনতাই করে তারা। বাকিরা গাড়ি করে পালিয়ে গেলেও এক মহিলা কে হাতে নাতে ধরে ফেলেন মহোৎসবে আসা নিমন্ত্রিতরা। আয়োজক পরিবারের বক্তব্য, যারা এসে সোনার হার ছিনতাই করেছে তারা কেউই আমন্ত্রিত নয় এবং সকলে অপরিচিত।
advertisement
জাতীয় সড়কের পাশে এই মহোৎসবের আয়োজন থাকায় কোনওভাবে খাওয়ার জায়গায় ঢুকে খাবার খেয়ে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। পরে হাতে নাতে ধরে একজন কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের বাড়ি হুগলি জেলায়। ওড়িশার দিক থেকে খড়গপুর এর দিকে আসছিল তারা। সুযোগ বুঝে এই অনুষ্ঠানে ঢুকে পড়ে ছিনতাই করে। খবর পেয়ে নারায়নগড় থানার পুলিশের সহযোগিতায় ১৫ জন সহ দুটি স্কর্পিও গাড়িকে আটক করে পুলিশ।
চার জনের হার ছিনতাই করেছে বলে সূত্রের খবর। পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলে পুলিশ। তবে মেলেনি খোয়া যাওয়া হার।
আরও পড়ুন: ভাইপোর যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল জ্যেঠা, ছটফট করতে করতে মৃত্যু যুবকের
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই গ্যাং-এ আরও বেশ কয়েকজন আছে। পুলিশের অনুমান, পুরীর রথযাত্রা উৎসবেও এরা ছিনতাই চালাতে পারে। বিভিন্ন অনুষ্ঠানে এসে এই হাত সাফাইয়ের কাজ চালায় এই দুষ্কৃতীরা। শুক্রবার দাঁতন আদালতে তোলার পর, অভিযুক্ত শনাক্তকরণ করার পর আরও তদন্ত চালাবে পুলিশ। তবে এ জাল আরও কতদূর বিস্তৃত তার খোঁজে বেলদা থানার পুলিশ।
রঞ্জন চন্দ