মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা মেলে এই প্রাণীর। দ্রুত খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিগভ্রষ্ট হয়ে দৌড়তে থাকে নীলগাইটি এবং তাকে ধরতে হিমশিম খেতে হয় বনদফতরকে। সকাল থেকে চন্দ্রকোণার ফুলচক, মহিষামুড়ি-সহ একাধিক এলাকায় প্রাণীটির দেখা মেলে। উৎসাহী জনতার হই হট্টগোল এবং গাড়ির হর্নের শব্দে ভয় পেয়ে পাশের একটি জলাশয় পেরিয়ে ঢুকে পড়ে ঘাটাল থানার খুষমান এলাকায়। বনদফতরের কাছে খবর যায়। ঘটনাস্থলে আসে বনদফতরের কর্মীরা।
advertisement
আরও পড়ুন: বাজারে হাজির মরশুমের প্রথম খেজুর গুড়! দেখতে পাবেন তৈরির পদ্ধতিও
এশিয়ার কৃষ্ণসার জাতীয় বৃহদাকৃতির প্রাণী হল নীলগাই। কিন্তু, কোথা থেকে এই এলাকায় এল নীলগাই? ভারতের অধিকাংশ অঞ্চলেই নীলগাই দেখা যায়। পশ্চিমবঙ্গ, আসাম, মালাবার উপকূল ও বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলগুলো বাদে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে।
আরও পড়ুন: খরচ কম, লাভ বেশি! শীতে গাঁদা ফুল চাষ করলেই হবেন মালামাল, জানুন বিস্তারিত
মূলত, ছোট ছোট পাহাড় আর ঝোপ-জঙ্গলপূর্ণ মাঠে চরে বেড়াতে ভালবাসে নীলগাই। ঘন বন এড়িয়ে চলে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় দেখা মেলে না এই প্রাণীর। তবে এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুর এলাকায় মাঠে ধান কাটতে গিয়ে কৃষকেরা ঘোড়ার মত একটি প্রাণীকে ছুটে বেড়াতে দেখেন।
কিন্তু, প্রথমে এলাকার মানুষজন সেই ঘোড়া ধরতে তৎপর হলেও, তার নাঙাল পায়নি। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। পরে এলাকার মানুষজন জানতে পারেন এটি নীলগাই। এদিন বিকেল নাগাদ চন্দ্রকোনা ও ঘাটাল লাগোয়া খুষমান এলাকার একটি জঙ্গলে নীলগাইটি রয়েছে বলে জানা যায়। বনদফতরের তরফে নীলগাই-টি উদ্ধার করতে জোর তৎপরতা শুরু হয়েছে।
রঞ্জন চন্দ