এরই মাঝে পড়াশোনার ফাঁকে পড়ার বিষয়গুলোকে অন্যভাবে শিখে নিতে পারে আজকের পড়ুয়ারা তাও এক আনন্দদায়ক পরিবেশে। খেলতে খেলতেই শিখতে পারে অঙ্ক, বিজ্ঞানের নানান কঠিন বিষয়। শেখার অনাবিল আনন্দ দিতে প্রস্তুত রয়েছে দেশের প্রথম খড়্গপুর আই আই টির নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রদর্শনী কক্ষ।
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
advertisement
শিশু শিক্ষার্থীদের নিয়ে এই প্রদর্শনী কক্ষ ঘুরে দেখতে পারেন আপনিও। এই মিউজিয়ামে প্রবেশ করলে দেখা যাবে পদার্থবিদ্যার নানা বিষয়ের বাস্তব চিত্র। তরণ, গতিশক্তি, বল-সহ একাধিক বিষয়কে প্রদর্শনীর মধ্য দিয়ে দেখানো হয়েছে এই নেহেরু মিউজিয়ামে।
আরও পড়ুন: আইনস্টাইনের ইউনিভার্সিটিতে বাঁকুড়ার মেয়ের! ফাঁস করলেন তাঁর সাফল্যের রহস্য
শুধু তাই নয় স্থল, জল এবং আকাশ পথে যানের ব্যবহারেরও ডেমো রয়েছে এখানে। রয়েছে রেলের ইঞ্জিন পরিবর্তনের ইতিহাস। রেলের সিগন্যালিং সিস্টেম থেকে এয়ারক্রাফটের ব্যবহৃত নানান আকাশযানও রয়েছে এখানে।
Ranjan Chanda