এখানে এসে অসুস্থ হয়ে পড়লে, তাঁর আর বাড়ি ফেরা হয়নি। তবে অবশ্য বাড়ি থেকেও কেউ খোঁজখবর পর্যন্ত নেয়নি। অথচ পরিবার পরিজন সকলেই রয়েছেন তাঁর। স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘এভাবে প্রায় ৪/৫ মাস পড়ে রয়েছেন তিনি ৷ যে যা খাবার দয়া করে দেন, তা খেয়েই এ পর্যন্ত বেঁচে রয়েছেন ৷ তবে শরীরের যা অবস্থা, আর ক’দিন বাঁচবেন তা নিয়েই সন্দেহ রয়েছে।’’
advertisement
আরও পড়ুন : পুজোর কেনাকাটা থেকে ঠাকুর দেখা, গভীর রাত পর্যন্ত শহরবাসীর জন্য থাকছে বেশি সংখ্যক মেট্রো
প্রসঙ্গত, গত পাঁচ মাস ধরে মেদিনীপুর শহরের স্টেশন রোডের গেট বাজারে উড়ালপুলের নীচে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন সুকুমার ঘোষ নামে ঐ ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর ছেলে রয়েছে, তিনি পেশায় রং মিস্ত্রি । এলাকার মানুষের প্রশ্ন, পরিবার পরিজন থাকা সত্ত্বেও গত পাঁচ মাসে কেউ আসেননি ঐ ব্যক্তিকে নিয়ে যেতে।
আরও পড়ুন : উৎসবের ঢাকে কাঠি, শহর জুড়ে পুজোর মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
ফলে একপ্রকার রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি । এলাকার মানুষ চান, যদি পুলিশ প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে ঐ তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো তিনি বেঁচে যাবেন ৷ না হলে তাঁর প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে ৷