আরও পড়ুনঃ বাজি বিস্ফোরণে ‘ক্ষতিগ্রস্ত’ লক্ষ্মীর ভাণ্ডার! মন খারাপ দত্তপুকুরের মহিলাদের
বৃহস্পতিবার, রাখি পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় শিবের মাথায় জল ঢালছেন শৈব ভক্তরা। পার্শ্ববর্তী নদী থেকে জল তুলে হেঁটে শিবের মাথায় জল ঢালার রীতি বহু পুরনো। বুধবার সন্ধ্যা থেকেই জল ঢালার উপলক্ষে সুবর্ণরেখা নদী থেকে জল তুলতে প্রায় পাঁচ হাজারেরও বেশি ভক্ত ভিড় জমিয়েছিলেন সুবর্ণরেখা নদীতে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এবং ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে নদী থেকে জল নিয়ে গিয়ে শিব ভক্তরা মনস্কামনা পূরণের লক্ষ্যে আরাধ্য দেবতা শিবের মাথায় জল ঢালেন।
advertisement
নদীতে নেমে স্নান করে দেবাদিদেব মহাদেবের জন্য জল তুলে, নদীর ঘাটে পুজো করে তাঁরা হেঁটে চলেন মন্দিরের উদ্দেশ্যে। কেউ কেউ এসেছেন বেলদা, নারায়ণগড়, খাকুড়দা কেউ আবার কেশিয়াড়ি আবার কেউ এসেছেন বহু দূর-দুরান্ত থেকে। তাঁদের বিশ্বাস শিবের মাথায় জল ঢাললে তাঁদের মনষ্কামনা পূর্ণ হয়। নদী থেকে জল তুলে নিয়ে যাওয়ার জন্য বুধবার সন্ধ্যা থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। নদীতে স্নান করে, বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তাতে ফুল, চাল, দূর্বা দিয়ে নিজেদের মনের মত পুজো করে জল নিয়ে হেঁটে তাঁরা চলে যায় নিজেদের গন্তব্যে। এই জল ঢালা উপলক্ষে কেউ কেউ আবার শিবের মূর্তি, সাজানো বাঁক বানিয়েছেন। মনস্কামনা পূরণের লক্ষ্যে কেউ কেউ আবার ভারী কলসিতে জল ভর্তি করে হেঁটে যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে।
বছরে একটি দিন সাজো সাজো রব থাকে অন্ধকার শান্ত, স্নিগ্ধ সুবর্ণরেখা নদীর পাড়ে। দূর-দুরান্ত থেকে বহু শিব ভক্ত ভিড় জমান এখানে। বহু মানুষ এই জল ঢালার কার্যক্রম চাক্ষুষ করতেও নদীর পাড়ে আসেন। সব মিলিয়ে একদিনের কর্মযজ্ঞ চলে সুবর্ণরেখা নদীতে।
Ranjan Chanda