বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, শালবনী ব্লকের রঞ্জার জঙ্গলের মাঝখান দিয়ে যে পিড়াকাটা-গোয়ালতোড় পিচ রাস্তা চলে গিয়েছে, তার পাশেই একটি কালভার্টের তলায় একটি লোহার পাইপ কাটার অংশ দেখতে পান ওই এলাকার বাসিন্দারা (West Medinipur News)। উল্লেখ্য যে, জঙ্গলমহল এলাকার মানুষ ল্যান্ড মাইন বিষয়ে যথেষ্ট পরিচিত। তাই, দৃশ্যমান ওই জিনিসটিকে ল্যান্ডমাইন এর মতো মনে হলে, তাঁরা নিকটবর্তী পিড়াকাটা ফাঁড়িতে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে দ্রুত জিনিসটিকে দেখে ওই রাস্তায় যাতায়াত বন্ধ করে দেয় বৃহস্পতিবার সকাল থেকে। ঘটনাস্থলে হাজির হয় জেলা পুলিশের বিশাল বাহিনী এবং বোম্ব স্কোয়াড। পৌঁছয় ফায়ার ব্রিগেডের গাড়িও। এরপরই, সকাল ১১ টা নাগাদ পৌঁছয় বোম্ব স্কোয়াড। চরম তৎপরতা শুরু হয়। ঘণ্টা খানেক পর সেটিকে সঠিক পদ্ধতি মেনে নিষ্ক্রিয় করে বাহিনী।
advertisement
এখনও, জেলা পুলিশের তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে, একসময়ের মাওবাদী অধ্যুষিত এই জঙ্গলে মাওবাদীদের এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। বহু ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে মানুষ খুনের ঘটনা ঘটেছে মাওবাদীদের হাতে। রঞ্জার জঙ্গল মাওবাদীদের একসময়ের পুরনো শক্ত ঘাঁটিও ছিল। ওই এলাকাটায় পুলিশ এনকাউন্টার করে ৬ জন মাওবাদীকে একসঙ্গে মেরেছিল। স্বভাবতই, ওই এলাকাতে এই ধাতব মাইন বা ল্যান্ডমাইন-কে ঘিরে পুনরায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার লোকজনদের মধ্যে।
Partha Mukherjee