TRENDING:

West Medinipur News- মাওবাদী স্মৃতি উস্কে পশ্চিম মেদিনীপুরে ফের ল্যান্ডমাইন আতঙ্ক

Last Updated:

রঞ্জার জঙ্গল মাওবাদীদের একসময়ের পুরনো শক্ত ঘাঁটিও ছিল। স্বভাবতই, ওই এলাকাতে এই ধাতব মাইন বা ল্যান্ডমাইন-কে ঘিরে পুনরায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার লোকজনদের মধ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদী পোস্টারের পর, এবার ল্যান্ডমাইন আতঙ্ক! পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের রঞ্জার জঙ্গলে রাজ্য সড়ক সংলগ্ন একটি কালভার্টের তলায় বৃহস্পতিবার সাত সকালেই একটি ধাতব পাইপ ঘিরে আতঙ্ক ছড়ায় (West Medinipur News)। ল্যান্ডমাইন সন্দেহে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড-কে। বৃহস্পতিবার সকাল থেকে ওই রাজ্য সড়ক অর্থাৎ পিড়াকাটা-গোয়ালতোড় রাস্তা বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের তরফে। এরপর, সিআইডি'র বোম্ব স্কোয়াড এসে পরীক্ষা-নিরীক্ষা করে এবং দেখা যায় সত্যি সত্যিই তাজা বিস্ফোরক ভর্তি একটি কন্টেনার বা ধাতব মাইন! দুপুর সাড়ে বারোটা-বারোটা নাগাদ তা নিষ্ক্রিয় করা হয় বোম্ব স্কোয়াডের তরফে। জেলা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা না হলেও, ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে ল্যান্ডমাইন আতঙ্ক!
শালবনীর জঙ্গলে বিস্ফোরক
শালবনীর জঙ্গলে বিস্ফোরক
advertisement

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, শালবনী ব্লকের রঞ্জার জঙ্গলের মাঝখান দিয়ে যে পিড়াকাটা-গোয়ালতোড় পিচ রাস্তা চলে গিয়েছে, তার পাশেই একটি কালভার্টের তলায় একটি লোহার পাইপ কাটার অংশ দেখতে পান ওই এলাকার বাসিন্দারা (West Medinipur News)। উল্লেখ্য যে, জঙ্গলমহল এলাকার মানুষ ল্যান্ড মাইন বিষয়ে যথেষ্ট পরিচিত। তাই, দৃশ্যমান ওই জিনিসটিকে ল্যান্ডমাইন এর মতো মনে হলে, তাঁরা নিকটবর্তী পিড়াকাটা ফাঁড়িতে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে দ্রুত জিনিসটিকে দেখে ওই রাস্তায় যাতায়াত বন্ধ করে দেয় বৃহস্পতিবার সকাল থেকে। ঘটনাস্থলে হাজির হয় জেলা পুলিশের বিশাল বাহিনী এবং বোম্ব স্কোয়াড। পৌঁছয় ফায়ার ব্রিগেডের গাড়িও। এরপরই, সকাল ১১ টা নাগাদ পৌঁছয় বোম্ব স্কোয়াড। চরম তৎপরতা শুরু হয়। ঘণ্টা খানেক পর সেটিকে সঠিক পদ্ধতি মেনে নিষ্ক্রিয় করে বাহিনী।

advertisement

এখনও, জেলা পুলিশের তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে, একসময়ের মাওবাদী অধ্যুষিত এই জঙ্গলে মাওবাদীদের এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। বহু ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে মানুষ খুনের ঘটনা ঘটেছে মাওবাদীদের হাতে। রঞ্জার জঙ্গল মাওবাদীদের একসময়ের পুরনো শক্ত ঘাঁটিও ছিল। ওই এলাকাটায় পুলিশ এনকাউন্টার করে ৬ জন মাওবাদীকে একসঙ্গে মেরেছিল। স্বভাবতই, ওই এলাকাতে এই ধাতব মাইন বা ল্যান্ডমাইন-কে ঘিরে পুনরায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার লোকজনদের মধ্যে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News- মাওবাদী স্মৃতি উস্কে পশ্চিম মেদিনীপুরে ফের ল্যান্ডমাইন আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল