TRENDING:

West Midnapore News: মাথায় ছিঁড়ে পড়ল ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার! বরাতজোরে প্রাণরক্ষা টিকিটপরীক্ষকের

Last Updated:

Miraculous Save: উপর থেকে একটি বিদ্যুতের তার  সোজা এসে পড়ে এক টিকিট পরীক্ষকের মাথায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এ যেন 'বিনা মেঘে বজ্রপাত' আর 'রাখে হরি মারে কে'- দুই প্রবাদের সার্থক দৃশ্যায়ন দেখল খড়্গপুর স্টেশন! ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা। খড়্গপুর স্টেশনের ২ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন দুই টিকিট পরীক্ষক। হঠাৎ-ই উপর থেকে একটি বিদ্যুতের তার  সোজা এসে পড়ে এক টিকিট পরীক্ষকের মাথায়! মুহূর্তের মধ্যে বিদ্যুৎ সংযুক্ত ওই তার শরীরের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। সংজ্ঞা হারিয়ে প্লাটফর্ম থেকে একদম রেললাইনে ছিটকে পড়েন ওই টিকিট পরীক্ষক। গুরুতর আহত ওই টিকিট পরীক্ষকের নাম সুজন কে সিং সর্দার বলে জানা গেছে। বয়স আনুমানিক ৫৫-৫৬। অপর টিকিট পরীক্ষক বিদ্যুতের সরাসরি সংস্পর্শে না হলেও, ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন এবং সামান্য আহত হন।
বিদ্যুৎ পিষ্ট হওয়ার মুহুর্তের ছবি 
বিদ্যুৎ পিষ্ট হওয়ার মুহুর্তের ছবি 
advertisement

রেললাইনে ছিটকে পড়া ওই টিকিট পরীক্ষককে দ্রুত রেল পুলিশ ও রেলকর্মীদের সহায়তায় উদ্ধার করা হয়। পাঠানো হয় রেলের হাসপাতালে। এই মুহূর্তে তিনি কিছুটা স্থিতিশীল আছেন। রেলের ওভারহেড তারে প্রায় ২৫ হাজার ভোল্ট বিদ্যুৎ সংযোগ থাকে! স্বাভাবিক ভাবেই যে আরও বড় বিপদ হতে পারত তা বলছেন সংশ্লিষ্ট সকলেই। এদিকে, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেলের ওভারহেড তারে একটি কাক ওই সময় বসেছিল। সে কোনওভাবে একটি তার ছিঁড়ে ফেলে! সঙ্গে সঙ্গে একটি সরু তার নীচে পড়ে যায়। যাতে ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ ছিল! ওই তারই সরাসরি রেলকর্মীর মাথায় এসে পড়ে এবং আতসবাজির মতো সশব্দে জ্বলে ওঠে!

advertisement

আরও পড়ুন :  নজির গড়ল স্কুল, একসঙ্গে ১৮ জন পড়ুয়ার জন্মদিন পালন করলেন শিক্ষক শিক্ষিকারা

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

এ যেন সত্যি সত্যিই 'বিনা মেঘে বজ্রপাত'! অন্যদিকে, ঘটনায় যে আরও বড় বিপদ হতে পারত তা স্বীকার করে নিয়েছেন সব সব পক্ষই। এও জানা গেছে, ওই সময় ওই লাইন দিয়ে একটি ট্রেনেরও আসার কথা ছিল! সবমিলিয়ে এতবড় বিপদের সম্মুখীন হয়েও, যেভাবে রেলকর্মী সুজন সিং সর্দার প্রাণে রক্ষা পেয়েছেন, সেই ঘটনাকে অনেকেই 'রাখে হরি মারে কে' বলছেন! তবে, এই বিষয়ে রেল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে সাধারণ যাত্রী ও কর্মীরা দাবি করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: মাথায় ছিঁড়ে পড়ল ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার! বরাতজোরে প্রাণরক্ষা টিকিটপরীক্ষকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল