নজির গড়ল স্কুল, একসঙ্গে ১৮ জন পড়ুয়ার জন্মদিন পালন করলেন শিক্ষক শিক্ষিকারা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Birthday celebration at school : সব মিলিয়ে এমন জন্মদিনের উপহার পেয়ে আনন্দিত পড়ুয়ারাও
কালনা : স্কুলে জন্মদিন পালিত হল পড়ুয়াদের। দু চার জন নয়, একসঙ্গে জন্মদিন পালন হল ১৮ জন পড়ুয়ার। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হলো স্কুল চত্বর। কাটা হল কেক। মাথায় উঠল হ্যাপি বার্থ ডে টুপি। ছিল জন্মদিন উপলক্ষে নাচ গানের ব্যবস্থা। সব মিলিয়ে এমন জন্মদিনের উপহার পেয়ে আনন্দিত পড়ুয়ারাও।
জন্মদিন পালিত হয় অনেকেরই।ঘরে বিশেষ রান্না হয়। পায়েস হয়। সন্ধ্যেবেলায় ডাকা হয় বন্ধুদের। এই রকমই জন্মদিন দেখে আসছিল কালনার উমরপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু এ বার যে জন্মদিনটা একেবারেই অন্যরকম হবে তা ভেবে উঠতে পারেনি তাদের কেউই। সেই অভিনব উদ্যোগ নিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শুধু কেক কাটার মধ্য দিয়েই আনন্দের শেষ নয়। পড়ুয়াদের জন্য ছিল ভুরিভোজের আয়োজনও। তাদের সন্তানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগ দেখে অভিভূত অভিভাবকরাও।
advertisement
আরও পড়ুন : ৮০০ গ্রাম ওজনের সদ্যোজাতকে সুস্থ অবস্থায় মায়ের কাছে ফিরিয়ে দিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তাররা
কালনার উমরপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকারা জানালেন, নভেম্বর ও চলতি মাসের প্রথম সপ্তাহে স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তির সার্টিফিকেট অনুযায়ী জন্মদিন ধরে ১৮ জনের তালিকা তৈরি করা হয়। ঠিক হয় মঙ্গলবার স্কুলের পরীক্ষার শেষে ওই পড়ুয়াদের জন্মদিন পালন করা হবে। সেই মতো এদিন স্কুল প্রাঙ্গন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়। কেক কাটা হয়। আঠারো জনের মাথায় ওঠে হ্যাপি বার্থ ডে টুপি।আবৃত্তি, নাচ গানের মধ্য দিয়ে সহপাঠীদের জন্মদিনের আনন্দ মেতে ওঠে সকলে। অনুষ্ঠানের শেষে ছিল ভাত, ডাল, তরকারি, মুরগির মাংস, চাটনি ও মিষ্টি।
advertisement
advertisement
আরও পড়ুন : উল্লসিত বাসিন্দারা, এই প্রথম প্রচুর পরিযায়ী পাখি এল কালনার ছাড়িগঙ্গায়
শিক্ষক শিক্ষিকারা জানালেন, করোনার সময় রাজ্যজুড়েই স্কুলছুট একটা অন্যতম সমস্যা হয়ে দেখা দিয়েছিল। তাছাড়া শিশুরা অনেকেই স্কুলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধায় পড়ে। স্কুল যে তাদের কাছে একটা আনন্দের জায়গা তা বোঝাতেই তাদের এভাবে কাছে টেনে নেওয়ার উদ্যোগ। এরপর এই স্কুলকে তাদের ভাল লাগবে বলেই আশা করা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নজির গড়ল স্কুল, একসঙ্গে ১৮ জন পড়ুয়ার জন্মদিন পালন করলেন শিক্ষক শিক্ষিকারা