Nadia News: ৮০০ গ্রাম ওজনের সদ্যোজাতকে সুস্থ অবস্থায় মায়ের কাছে ফিরিয়ে দিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তাররা

Last Updated:

Ranaghat Hospital: এক অন্তঃসত্ত্বা মহিলার ২৯ সপ্তাহে প্রসব হয়, এবং তিনি ৮০০ গ্রাম ওজনের একটি বাচ্চা প্রসব করেন। চিকিৎসকদের চেষ্টায় এত কম ওজনের শিশু সুরক্ষিত হল।

+
সদ্যোজাত

সদ্যোজাত ও তার মাকে নিয়ে চিকিৎসকেরা

মৈনাক দেবনাথ, রানাঘাট: মাত্র ৮০০ গ্রাম ওজনের এক সদ্যোজাত শিশুকে বাঁচিয়ে নজির গড়ল রানাঘাট মহকুমা হাসপাতাল। সূত্রের খবর, গত ১১ই নভেম্বর রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন উত্তর ২৪ পরগনার এক অন্তঃসত্ত্বা । হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রসব যন্ত্রণা নিয়েই তিনি ভর্তি হন রানাঘাট মহকুমা হাসপাতালে। সন্তান প্রসবের পরই দেখা দেয় বিপত্তি।
রানাঘাট হাসপাতাল সুপার জানান, যেখানে একজন সুস্থ স্বাভাবিক মহিলার ৪০ সপ্তাহ পরে প্রসব হওয়া উচিত সেখানে ওই অন্তঃসত্ত্বা মহিলার ২৯ সপ্তাহে প্রসব হয়। এবং তিনি ৮০০ গ্রাম ওজনের একটি বাচ্চা প্রসব করেন। এরপরেই যথারীতি রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসকেরা ওই বাচ্চাটিকে এসএনসিউতে রাখেন। প্রায় দুমাস ধরে বাচ্চাটি ওখানে ভর্তি থাকে। চিকিৎসকদের দিনরাত নিরন্তর চেষ্টার ফলে বাচ্চাটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে বলেই হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে বাচ্চাটির ওজন হয়েছে প্রায় দেড় কেজি বলেও জানা যায়।
advertisement
আরও পড়ুন : ভাগীরথীর মাঝখানেই ছিল বিশাল নবাব সিরাজের হীরাঝিল বা মনসুরগঞ্জ প্রাসাদ
রানাঘাট হাসপাতাল সুপার জানান বাচ্চাটিকে সুস্থ ও স্বাভাবিকভাবে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুবই খুশি। বর্তমানে বাচ্চা এবং মা দুজনই শারীরিক দিক থেকে সুস্থ আছে বলে জানা গেছে। এর আগেও একাধিক বিরল অস্ত্রোপচার সফল হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। সেই কারণে রানাঘাট মহাকুমা হাসপাতালে একের পর এক বিরল চিকিৎসায় সফল হওয়ার ফলে খুশি গোটা রানাঘাটবাসী।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ৮০০ গ্রাম ওজনের সদ্যোজাতকে সুস্থ অবস্থায় মায়ের কাছে ফিরিয়ে দিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তাররা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement