অপরদিকে, বেলপাহাড়ি থানার ভুলাভেদা এলাকার শ্যামনগর জঙ্গল থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পুলিশকে খবর দেওয়ার জন্য এই খুন। তবে এবিষয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। একদিকে ফের ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে মাওবাদী পোস্টার উদ্ধার, অপরদিকে নতুন করে জঙ্গলমহলে খুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলা জুড়ে। যদিও এক্ষেত্রেও পুলিশের বক্তব্য প্রণয় ঘটিত কারণে এই খুন। গত দুদিন আগেও একইরকম ভাবে মাওবাদী পোস্টার এবং গুলি করে বাইক ছিনতাই এর ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। উল্টে প্রণয় ঘটিত কারণের তত্ত্ব খাঁড়া করেছিল। তবে জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলা জুড়ে একের পর এক স্পর্শকাতর ঘটনায় নতুন করে আবারও মাও আতঙ্কের পরিবেশ যে সৃষ্টি করছে, সেটাই মনে করছেন রাজনৈতিক দলের একাংশ।
advertisement
প্রসঙ্গত, চলতি মাসেই জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ পাঁচ জেলায় রাজ্য পুলিশের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি সমেত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জেলায় এসে বৈঠকও করে গেছেন। তারপর থেকেই জেলার জঙ্গলমহল এলাকায় পুলিশি নজরদারি সহ পুলিশের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে।
Partha Mukherjee