মেদিনীপুর শহরের উপকণ্ঠে কঙ্কাবতী এলাকায় আত্মীয়র বাড়িতে এসেছিলেন বছর ৪২ এর লালমোহন উকিল। মেদিনীপুর স্টেশনের সামনেই গেট বাজার থেকে চাল কিনবেন বলে রেল লাইনের একবারে পাশে নিজের বাইক রেখে লাইন পেরোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ই শালবনির দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল একটি মালগাড়ি। সেই মালবাহী ট্রেনের ধাক্কাতে মর্মান্তিক মৃত্যু হল লালমোহন উকিলের। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল তাঁর দেহ। ঘটনাস্থল স্টেশন থেকে মাত্র ১০০ মিটার দূরে।
advertisement
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মেদিনীপুর স্টেশন সংলগ্ন রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি গোয়ালতোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইন পেরানোর সময় লালমোহন উকিলের কানে হেডফোন লাগানো ছিল। সেই কারণেই ট্রেন আসার বিষয়টি তিনি টের পাননি বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুন: শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছিল পঠনপাঠন, ক্লাস নিতে এগিয়ে এলেন পাশের স্কুলের শিক্ষক
যদিও মৃতের আত্মীয়দের দাবি, লোলমোহন উকিল কানে কম শুনতেন। তাই তাঁর কানে হেডফোন নয়, ছোট ব্লুটুথের মত শ্রবণ যন্ত্র লাগানো ছিল। বিষয়টি পুলিশ কর্মীরাও স্বীকার করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের স্ত্রী ছাড়াও ছোট সন্তান আছে। চাষবাস করে সংসার চলত। মেদিনীপুর শহরের উপকণ্ঠে কঙ্কাবতী এলাকায় এক আত্মীয়র বাড়িতে কীর্তন শুনতে এসেছিলেন। সেই অনুষ্ঠানের জন্যই চাল কিনতে বেরিয়েছিলেন। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ রেল লাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।
শোভন দাস