আরও পড়ুন: হাতে ঝাঁটা, জুতো! দলের সাংসদের ছবিতে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা, চরম অস্বস্তিতে বিজেপি
কালীপুজো উপলক্ষে জেলা প্রশাসনের তরফে গ্রিন বাজি বিক্রির এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একাধিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যজুড়েই শব্দবাজি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অবৈধ শব্দবাজির বদলে এসেছে গ্রীন ফায়ার ক্র্যাকার বা পরিবেশবান্ধব বাজি। পশ্চিম মেদিনীপুরে একাধিক বাজি বিক্রেতাকে গ্রিন ফায়ার ক্র্যাকার বিক্রির লাইসেন্স দেওয়ার কাজ চলছে। তবে কালীপুজো উপলক্ষে মেদিনীপুর শহরের গান্ধিঘাট এলাকায় প্রায় ৩০-এরও বেশি গ্রিন বাজির স্টল বসেছে।
advertisement
এই স্টলগুলো থেকে বাজি বিক্রেতারা গ্রিন বাজি বিক্রি করতে পারবেন। কয়েকমাস আগে এগরার বাজি কারখানায় বিস্ফোরণের মত বেশ কয়েকটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শব্দবাজি এবং আতশবাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে রাজ্য সরকার। তার বদলে চালু হওয়া গ্রিন বাজি কিনতে ক্রমশই উৎসাহ বাড়ছে মানুষের মধ্যে।
রঞ্জন চন্দ