হাতে ঝাঁটা, জুতো! দলের সাংসদের ছবিতে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা, চরম অস্বস্তিতে বিজেপি

Last Updated:

ঘটনার সূত্রপাত গত ৮ তারিখে কৃষ্ণনগর ১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে৷ বিজেপি কর্মীদের অভিযোগ, ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের পক্ষে ২৫ জনের সমর্থন ছিল, অন্যদিকে বিজেপির পক্ষে ২৬ জনের সমর্থন ছিল।

জগন্নাতথ সরকারের ছবি হাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের৷
জগন্নাতথ সরকারের ছবি হাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: দলেরই সাংসদ৷ আর তাঁর ছবিতেই জুতোর মালা পরিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি-র কর্মী- সমর্থকরা৷ পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ার জন্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকেই কাঠগড়ায় তুললেন দলের কর্মীরা৷ এমন কি, জগন্নাথ সরকারের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ারও অভিযোগ তুলেছেন তাঁরা৷
ঘটনার সূত্রপাত গত ৮ তারিখে কৃষ্ণনগর ১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে৷ বিজেপি কর্মীদের অভিযোগ, ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের পক্ষে ২৫ জনের সমর্থন ছিল, অন্যদিকে বিজেপির পক্ষে ২৬ জনের সমর্থন ছিল। স্থায়ী সমিতির গঠনে ভোটাধিকার ছিল এলাকার সাংসদ জগন্নাথ সরকারের। কিন্তু তিনি ভোটাভুটির দিন অনুপস্থিত থাকেন৷ ফলে বিজেপি-র পক্ষে ভোট কমে যায়৷ এ ছাড়াও বিজেপির পক্ষের একজন পঞ্চায়েত প্রধান অনুপস্থিত ছিলেন৷ ফলে ভোটাভুটিতে স্থায়ী সমিতির দখল পেয়ে যায় তৃণমূল।
advertisement
advertisement
কার্যত জেতা পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি-র কর্মী, সমর্থকরা৷ এরই প্রতিবাদে আজ নদিয়া উত্তর জেলার বিজেপি কার্যালয়ের সামনে দলের সাংসদের ছবিতে জুতোর মালা পরিয়ে এবং ছবিতে জুতো মেরে জগন্নাথ সরকারের পদত্যাগ দািব করতে থাকেন বিজেপি কর্মী, সমর্থকরা৷ তাঁদের অভিযোগ, তৃণমূলের কাছে জগন্নাথ সরকার বিক্রি হয়ে গিয়েছেন৷
advertisement
এই ঘটনায় স্বভাবতই জেলা বিজেপি নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছেন৷ কর্মীদের তোলা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য জগন্নাথ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি৷
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
হাতে ঝাঁটা, জুতো! দলের সাংসদের ছবিতে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা, চরম অস্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
'আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে...' শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে বাংলাদেশকে প্রথম সরকারি প্রতিক্রিয়া জানাল ভারত!
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এই প্রথম প্রতিক্রিয়া! বাংলাদেশকে যা জানাল ভারত
  • ভারত নিশ্চিত করেছে যে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পেয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে.

  • ভারত জানিয়েছে, বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা হবে.

  • শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রত্যর্পণের অনুরোধ জানায়.

VIEW MORE
advertisement
advertisement