TRENDING:

IIT Kharagpur: এই কোর্সেই কেল্লাফতে! IIT খড়্গপুর দিচ্ছে বড় সুযোগ! জানুন বিস্তারিত

Last Updated:

IIT Kharagpur: চাকরির বাজারে এমবিএ কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এবার যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক কোর্সটি IIT খড়্গপুর-এ। IIT খড়্গপুর, ISI কলকাতা এবং IIM কলকাতার উদ্যোগে করানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: চাকরির বাজারে এমবিএ কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এবার যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক কোর্সটি IIT খড়্গপুর-এ। IIT খড়্গপুর, ISI কলকাতা এবং IIM কলকাতার উদ্যোগে করানো হবে। আগামী শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিউড়ি ছাড়াও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বর্তমান যুগে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিজনেস অ্যানালিটিক্স (Business Analytics) একটি গুরুত্বপূর্ণ বিষয়। নানাবিধ তথ্য বিশ্লেষণের মাধ্যমে কী ভাবে ব্যবসায়িক সংস্থার উন্নতি ঘটানো যায়, তা এর সাহায্যে সহজেই জানা সম্ভব হবে। যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক এই কোর্সটিই এবার রাজ্যের নামী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে করানো হবে।

আরও পড়ুন: এইসব উপসর্গ দেখলেই সাবধান, মহিলাদের হতে পারে সার্ভিক্যাল ক্যানসার! জেনে নিন চিকিৎসকের মত

advertisement

যার মধ্যে অন্যতম খড়গপুর আইআইটি। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur); ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা (ISI Kolkata) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (IIM Kolkata) একযোগে এই কোর্সটি চালনা করবে। কোর্সটির জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

View More

আরও পড়ুন: এই পাতা চিবিয়ে খেলেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস! গুণ জানলে মাথা ঘুরে যাবে, ইউরিক অ্যাসিড কমাতেও এর জুড়ি মেলা ভার

advertisement

কোর্সটির নাম দেওয়া হয়েছে- ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজ়নেস অ্যানালিটিক্স’ (PGDBA)। ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। পিজি ডিপ্লোমা কোর্সটির মেয়াদ দু’বছর। পাঠক্রমের বিভিন্ন বিষয় পড়াবেন তিনটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। কোর্সে থিয়োরি ক্লাস ছাড়াও পড়ুয়াদের হাতে কলমেও প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, শিল্পক্ষেত্রের পেশাদারদের সঙ্গে আলাপচারিতার সুযোগ এবং কোর্স শেষে চাকরির জন্য প্লেসমেন্টের সুযোগও মিলবে পড়ুয়াদের।

advertisement

এই কোর্সে ভর্তির জন্য আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। www.pgdba.iitkgp.ac.in-এই সাইটে দেখতে পারেন। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কোর্সটিতে ভর্তির জন্য একটি কম্পিউটার নির্ভর তিন ঘণ্টার পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
IIT Kharagpur: এই কোর্সেই কেল্লাফতে! IIT খড়্গপুর দিচ্ছে বড় সুযোগ! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল