আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মরা টিকটিকি! খাওয়ার পরই আতঙ্কে হাসপাতালে ভর্তি ২০ জন
লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা ও অনন্য কৃতিত্বের জন্য বাংলাদেশের কৃতি মাসুদ রেজা, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা তথা চৈতন্য জীবনী’র স্রষ্টা প্রণব পট্টনায়ক এবং খড়গপুরের বাসিন্দা বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক সুকুমার মাইতির হাতে ২২ তম সমাবর্তন অনুষ্ঠান থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। করোনা পরবর্তী সময়ে প্রায় তিন বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল সমাবর্তন অনুষ্ঠানের। এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে মেদিনীপুরের বীর অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যপাল।
advertisement
সি ভি আনন্দ বোস এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মনীষীদের প্রসঙ্গ টেনে এনে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। শুধু সাম্মানিক ডি. লিট প্রদান নয়, বিশ্ববিদ্যালয় তরফে প্রায় ৪০০ জনেরও অধিক পড়ুয়ার হাতে পিএইচডি ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের সফল কৃতিদের মেডেলও প্রদান করা হয়। এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পেয়ে খুশি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক মাসুদ রেজা।
রঞ্জন চন্দ





