TRENDING:

West Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির থাকলেন আনন্দ বোস

Last Updated:

লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা ও অনন্য কৃতিত্বের জন্য বাংলাদেশের কৃতি মাসুদ রেজা, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা তথা চৈতন্য জীবনী'র স্রষ্টা প্রণব পট্টনায়ক এবং খড়গপুরের বাসিন্দা বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক সুকুমার মাইতির হাতে ২২ তম সমাবর্তন অনুষ্ঠান থেকে বই.লিট সম্মাননা তুলে দেওয়া হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তরফে তিন গুণী ব্যক্তিকে ডি.লিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার সম্মাননা প্রদান করা হল। অবিভক্ত মেদিনীপুরের দুই কৃতি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের এক গুণী ব্যক্তিকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠান থেকে ডক্টরেট অফ লিটারেচার সম্মাননা তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
advertisement

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মরা টিকটিকি! খাওয়ার পরই আতঙ্কে হাসপাতালে ভর্তি ২০ জন

লোকসংস্কৃতি বিষয়ে গবেষণা ও অনন্য কৃতিত্বের জন্য বাংলাদেশের কৃতি মাসুদ রেজা, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা তথা চৈতন্য জীবনী’র স্রষ্টা প্রণব পট্টনায়ক এবং খড়গপুরের বাসিন্দা বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক সুকুমার মাইতির হাতে ২২ তম সমাবর্তন অনুষ্ঠান থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। করোনা পরবর্তী সময়ে প্রায় তিন বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল সমাবর্তন অনুষ্ঠানের। এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে মেদিনীপুরের বীর অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যপাল।

advertisement

View More

সি ভি আনন্দ বোস এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মনীষীদের প্রসঙ্গ টেনে এনে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। শুধু সাম্মানিক ডি. লিট প্রদান নয়, বিশ্ববিদ্যালয় তরফে প্রায় ৪০০ জনেরও অধিক পড়ুয়ার হাতে পিএইচডি ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের সফল কৃতিদের মেডেলও প্রদান করা হয়। এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পেয়ে খুশি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক মাসুদ রেজা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পুরুলিয়ার কৃষিকাজে নতুন দিগন্তের সূচনা
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির থাকলেন আনন্দ বোস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল