Birbhum News: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মরা টিকটিকি! খাওয়ার পরই আতঙ্কে হাসপাতালে ভর্তি ২০ জন

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে ফের মরা টিকটিকি! খয়রাশোলের ঘটনায় তীব্র চঞ্চল্য, আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুড়িজন

বীরভূম: আবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলল মরা টিকটিকি। এর আগেও বেশ কয়েকবার বীরভূমের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মরা টিকটিকি বা অন্য বিষাক্ত প্রাণী পাওয়া গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি খয়রাশোলের। এদিকে খাবারে মরা টিকটিকি পড়েছিল, এই খবর ছাড়াতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ওই খাবার খাওয়া শিশু সহ মোট ২০ জন। তাঁদেরকে খয়রাশোলের নকড়াকোন্ডা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার খয়রাশোল ব্লকের রানীপাথর গ্রামের দাসপাড়া ৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি দেওয়া হয় স্থানীয় শিশু এবং তাদের মায়েদের। মোট ১০০ জনের জন্য রান্না করা হলেও এদিন ৬০ জনকে খিচুড়ি দেওয়া হয়েছিল। এরপরই খিচুড়ির মধ্যে মরা টিকটিকি দেখতে পান অভিভাবকরা। এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
এই চাঞ্চল্যকর ঘটনার পরই তৃণমূল এবং বিজেপির স্থানীয় নেতৃত্বরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে পৌঁছন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি গ্রামে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন।
প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজনগরে লক্ষ্মীপুজোর প্রসাদের বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন মোট ২১ জন। তাঁদের মধ্যে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়। তার কয়েকদিন পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মরা টিকটিকি পাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মরা টিকটিকি! খাওয়ার পরই আতঙ্কে হাসপাতালে ভর্তি ২০ জন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement