সোমবার অর্থাৎ ১৭ ই জুলাই তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহন করেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সোমবার সকালেই চিঠি এসে পৌঁছেছে। উপাচার্য হিসেবে অধ্যাপক সুশান্ত চক্রবর্তী দায়িত্ব নেন। অন্যান্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ হয়।
আরও পড়ুন ঃ শ্রীনু নাইডু খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন! অবশেষে খড়গপুরে ফিরলেন রামবাবু
advertisement
এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তিন মাসের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে গত ৯ ই জুন কার্যকালের মেয়াদ শেষ হয়েছে অধ্যাপক পবিত্র চক্রবর্তী’র। পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে পুনরায় তিনি নিজের স্থায়ী কর্মস্থল অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন।
তারপর থেকেই উপাচার্যহীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অবশেষে, প্রায় ৩৭ দিন পর অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য পেলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল তথা আচার্য।
Ranjan Chanda