TRENDING:

West Midnapore News: একমাস উপাচার্যহীন থাকার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বড় পদক্ষেপ

Last Updated:

প্রায় ৩৭ দিন উপাচার্যহীন হিসাবে চলছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এমতাবস্থায় রাজ্যপাল, অধ্যাপক সুশান্ত চক্রবর্তীকে রাজভবনে ডেকে পাঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: প্রায় একমাসেরও বেশি সময় পর নতুন উপাচার্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য হলেন অধ্যাপক সুশান্ত চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা’র অধ্যাপক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজভবনে ডাক পেয়েছিলেন অধ্যাপক চক্রবর্তী। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে তাঁর নামেই রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস সিলমোহর দিয়েছেন।
advertisement

সোমবার অর্থাৎ ১৭ ই জুলাই তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহন করেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সোমবার সকালেই চিঠি এসে পৌঁছেছে। উপাচার্য হিসেবে অধ্যাপক সুশান্ত চক্রবর্তী দায়িত্ব নেন। অন্যান্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ হয়।

আরও পড়ুন ঃ শ্রীনু নাইডু খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন! অবশেষে খড়গপুরে ফিরলেন রামবাবু

advertisement

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তিন মাসের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে গত ৯ ই জুন কার্যকালের মেয়াদ শেষ হয়েছে অধ্যাপক পবিত্র চক্রবর্তী’র। পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে পুনরায় তিনি নিজের স্থায়ী কর্মস্থল অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন।

View More

তারপর থেকেই উপাচার্যহীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অবশেষে, প্রায় ৩৭ দিন পর অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য পেলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল তথা আচার্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: একমাস উপাচার্যহীন থাকার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বড় পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল