Crime News: শ্রীনু নাইডু খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন! অবশেষে খড়গপুরে ফিরলেন রামবাবু
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Crime News: দীর্ঘদিন দশা কাটিয়ে সদ্য রেল শহরে ফিরেছেন খড়গপুরে এককালে ত্রাস
খড়গপুর: বাসব রামবাবু। নামটা পরিচিত খড়গপুর সহ জেলা বাসীর কাছে। এককালের ত্রাস খড়গপুরের রামবাবু। শ্রীনু নাইডু খুনের অভিযুক্ত ছিলেন এই বাসব রামবাবু। দীর্ঘদিন দশা কাটিয়ে সদ্য রেল শহরে ফিরেছেন খড়গপুরে এককালে ত্রাস। শ্রীনু খুনে ইতিমধ্যেই রামবাবু সহ ১২ জনকে ক্লিনচিট দিয়েছে আদালত। খড়গপুরে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির পক্ষে সওয়াল করলেন তিনি।
তিনি দাবি করেছেন ১৯ শতকে খড়গপুরের শান্তি বিরাজ করত। কিন্তু এখন রেল শহরের অলিতে গলিতে তৈরি হয়েছে দাদা। যদিও সমাজ বদলানো এবং রেলনগরীতে শান্তির বার্তা দেন তিনি। যদিও রাম বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতি হিংসামূলক বলে দাবি তার।
advertisement
তার অভিযোগ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং যার নেপথ্যে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ রামবাবুর। রামবাবু খড়গপুর শহরে ফিরলে আবারও সন্ত্রাস সৃষ্টি হতে পারে কাঁদতে কাঁদতে বলেছিলেন শ্রীনুর স্ত্রী তথা কাউন্সিলার পূজা নাইডু। তবে সে অভিযোগ ও কার্যত অস্বীকার করেছেন রামবাবু।
advertisement
দীর্ঘ জেলবন্দী দশা কাটিয়ে তিনি বাড়ি ফিরেছেন এবং পরবর্তীতে তিনি তার পরিবারের সাথে থাকা এবং ব্যবসা করেই বাকি জীবন কাটাতে চান। মত রামবাবুর।
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 8:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Crime News: শ্রীনু নাইডু খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন! অবশেষে খড়গপুরে ফিরলেন রামবাবু









