Suvendu Adhikari: লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা

Last Updated:
শুভেন্দুর সমর্থনে দেওয়াল লিখন৷
শুভেন্দুর সমর্থনে দেওয়াল লিখন৷
কাঁথি: পূর্ব কাঁথি লোকসভার মুগবেড়িয়া এলাকায় ১১২ নম্বর বুথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন স্থানীয় বিজেপি প্রার্থীরা। শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে চাইছেন তাঁরা। লোকসভা নির্বাচনের এখনও খাতায় কলমে প্রায় এক বছর দেরি। ফলে প্রার্থী ঘোষণার প্রশ্নও ওঠে না৷ তবু উৎসাহী বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীকে লোকসভায় দলের প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।
কাঁথি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী৷ তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন তমলুকের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী৷ পরে তিনি সাংসদ পদ ছাড়ায় তমলুকের সাংসদ হন দিব্যেন্দু অধিকারী৷ বর্তমানে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক কার্যত ছিন্ন৷ বিজেপি যোগ নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, বয়সজনিত কারণেই শিশির অধিকারীর এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ ফলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী কে হবেন, তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর নিজের জেলা হলেও সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-কে টেক্কা দিয়েছে তৃণমূল৷ এই অবস্থায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে জেলার দুই লোকসভা কেন্দ্রে দলের জয় নিয়ে সংশয় বাড়ছে বিজেপি-র নেতা কর্মীদের মধ্যে৷ কাঁথি, তমলুক লোকসভা কেন্দ্র গত কয়েক বছরে অধিকারী পরিবারের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে৷ ফলে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করলে বিজেপি-র জয়ের সম্ভাবনা বাড়বে, এমন ধারণা থেকেই দলের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর সমর্থনে দেওয়াল লিখেছেন বলে মনে করা হচ্ছে৷
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও শুভেন্দু অধিকারী অথবা জেলা বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে রাজনৈতিক মহলের মতে, বর্তমানে রাজ্যে তৃণমূলকে পরাজিত করাকেই পাখির চোখ করেছেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা হিসেবে তাঁর উপর যথেষ্ট আস্থা রয়েছে দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বেরও৷ এই অবস্থায় শুভেন্দু লোকসভায় প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকছেই৷
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement