বৃহস্পতিবার সকালে চড়কা থেকে উদ্ধার হয় তাজা বোমা, তাও একটা-দুটো নয় ২৫টি তাজা বোমা উদ্ধার হয়। কেশপুর থানার ৮ নম্বর অঞ্চলের চড়কা এলাকার একটি কালভার্টের তলা থেকে প্লাস্টিকের বালতিতে বালির মধ্যে ওই বোমাগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। সব গুলোই সক্রিয় ছিল বলেই দাবি স্থানীয়দের।
আরও পড়ুনঃ পোড়া দুধের চা খেয়েছেন কখনও? নামমাত্র টাকায় আসানসোল মেতেছে নয়া স্বাদে
advertisement
বৃহস্পতিবার সকালে একটি নির্জন এলাকায় কেউ বা কারা গভীর রাতে ওই বোমা-গুলি রেখে গিয়েছে। যদিও কোথা থেকে এল এই বোমা সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও। এ দিন সকালে ঘটনাস্থলে বোম স্কোয়াড পৌঁছে কেশপুর থানার পুলিশের উপস্থিতিতে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বোমা গুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করে।
অন্যদিকে, বুধবারের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে কেশপুর থানার পুলিশ। কেশপুরের চড়কায় বোমাবাজির ঘটনায় ধৃত ৬ জনকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী মৃণালকান্তি চৌধুরী।
Partha Mukherjee