TRENDING:

West Medinipur News: বেলদার ত্রাস হয়ে উঠেছে হনুমান, প্রায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে

Last Updated:

প্রথমে সকাল আটটা নাগাদ বাড়ির সামনে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আঁচড়ে দেয় এক হনুমান। এরপর চাষের জমিতে যাওয়ার সময় এক মহিলাকে পেছন থেকে আক্রমণ করে হনুমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ফের তিন সপ্তাহের মধ্যে আবারও উন্মত্ত হনুমানের তাণ্ডব। তাদের আক্রমণে আহত হলেন চারজন। এর মধ্যে তিনজনের আঘাত বেশ গুরুতর।
advertisement

পশ্চিম মেদিনীপুরের বেলদার বিভিন্ন এলাকায় হনুমানের তাণ্ডব ক্রমশই মাত্রাছাড়া হয়ে উঠছে। মাস খানেক আগে মত্ত হনুমানের তাণ্ডবে বেশ কয়েকজন আহত হন এখানে। এর মধ্যে একজনের আঘাত গুরুতর ছিল। যদিও তারপরও হনুমানের হামলা বজায় আছে। প্রথমে বেলদার রবীন্দ্রনগর, পরে শুসিন্দা, নবোদয় পল্লি, কলেজ সংলগ্ন এলাকায় একে একে হনুমানের আক্রমণে আহত হন বেশ কয়েকজন। এর রেশ কাটতে না কাটতেই ফের বেলদার দেউলি মধ্যপাড়া এলাকায় হনুমানের আক্রমণে আহত হলেন চারজন।

advertisement

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে রবিবার নদীতে তলিয়ে যায়, সোমবার উদ্ধার সেই আদিবাসী কিশোরের দেহ

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে চাষের জমিতে যাওয়ার সময় বেশ কয়েকজনের উপর হামলা করে মত্ত হনুমান। তাদের চারজন আহত হন। আহতদের মধ্যে দু'জন মহিলা এবং দু'জন পুরুষ। প্রথমে সকাল আটটা নাগাদ বাড়ির সামনে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আঁচড়ে দেয় এক হনুমান। এরপর চাষের জমিতে যাওয়ার সময় এক মহিলাকে পেছন থেকে আক্রমণ করে হনুমান।

advertisement

View More

এই পরিস্থিতিতে ব্যাপক আতঙ্কে ভুগছেন বেলদার মানুষ। বন দফতরের ভূমিকায় ক্ষুদ্ধ এলাকাবাসী। হনুমানের আক্রমণের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউই। এদিকে স্কুলের পরীক্ষা চলায় ছাত্রছাত্রীদের বাড়ি থেকে বেরোতেই হচ্ছে। তাতে আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে বন দফতরকে আরও সক্রিয় হতে হবে বলে মনে করছে এলাকাবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বেলদার ত্রাস হয়ে উঠেছে হনুমান, প্রায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল