Jalpaiguri News: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে রবিবার নদীতে তলিয়ে যায়, সোমবার উদ্ধার সেই আদিবাসী কিশোরের দেহ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
রবিবার বিকেলে সুবিতরা চার বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে নামে। হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। বাকি তিনজন নদী থেকে উঠে পড়তে পারলেও সুবিত স্রোতের সঙ্গে তলিয়ে যায়।
জলপাইগুড়ি: রবিবার বিকেলে মালবাজারের কাছে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল সুবিত ওঁরাও (১৪)। সোমবার ওই কিশোরের দেহ উদ্ধার হল নাগরাকাটার কাছে জলঢাকা নদী থেকে। এই ঘটনায় নাগরাকাটার সুখানি বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিন্নাগুরি কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সুবিত ওঁরাও। নাগরাকাটার সুখানী বস্তির সুলকামোড়ে তার বাড়ি। রবিবার বিকেলে সুবিতরা চার বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে নামে। হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। বাকি তিনজন নদী থেকে উঠে পড়তে পারলেও সুবিত স্রোতের সঙ্গে তলিয়ে যায়।
advertisement
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলেই এলাকায় ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার একটি দল রবিবার রাত ৯ টা পর্যন্ত জলঢাকা নদীতে তল্লাশি চালিয়েও ওই আদিবাসী কিশোরের সন্ধান পায়নি। সোমবার সকালে আবার শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে বেলা ১১ টা নাগাদ ওই কিশোরের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য ওই কিশোরের দেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 8:35 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে রবিবার নদীতে তলিয়ে যায়, সোমবার উদ্ধার সেই আদিবাসী কিশোরের দেহ