একটি বিজ্ঞপ্তি জারি করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ জানিয়েছেন, আসন্ন আগস্ট সেমিস্টারে (শরৎ সেমিস্টারে) ৬০-টিরও বেশি বিষয়ে স্নাতকোত্তর স্তরে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। কারিগরি, প্রযুক্তি, বেসিক সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আইন, মেডিসিন সহ একাধিক বিভাগে এই সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ইয়াসের ক্ষত সারিয়ে সেজে উঠছে পর্যটন নগরী দিঘা
advertisement
খড়্গপুর আইআই-টিতে গবেষণাও করতে পারবেন তাঁরা। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (MHRM), মাস্টার ইন মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি (MMST), মাস্টার অফ সিটি প্ল্যানিং (MCP), আইনের উপর বিশেষ LLM কোর্স প্রভৃতি অভিনব ও যুগপোযোগী বিষয়ে স্নাতকোত্তর কোর্স করার সুযোগও পাবেন পড়ুয়ারা।
এ জন্য বিদেশি পড়ুয়ারা আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং ভারতের বিভিন্ন স্কলারশিপ গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয় খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব স্কলারশিপের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। এমনকী, আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের তৈরি বিশেষ স্কলারশিপের সুযোগও বিদেশি পড়ুয়ারা গ্রহণ করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
বিশদে জানার জন্য আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে (http://international.iitkgp.ac.in) এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রঞ্জন চন্দ