অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী শাশুড়ি সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে এবং ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে যায়। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে।শুরু হয় ঘাটাল আদালতে বিচার প্রক্রিয়া। দীর্ঘ ৯ বছর পর মঙ্গলবার দাসপুরের গৃহবধূ রুমা রায়কে খুন করার অপরাধে স্বামী নির্মল রায় ও শাশুড়ি প্রভাবতী রায় সহ শ্বশুরবাড়ির মোট ৫ জন সদস্যের যাবজ্জীবন সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। এছাড়াও দশ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করা হয়েছে আদালতের তরফে।
advertisement
মৃত গৃহবধূর রুমা রায়ের বাবা সুকুমার রায় ভাই শুভন রায় বলেন, বিয়ের পর থেকেই রুমার উপর অত্যাচার করত স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন, ২০১৩ সালে ৩০ আগস্ট রুমার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে রুমার স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য মিলে, আমরা সেই অভিযোগ করেছিলাম দাসপুর থানা, অভিযোগ প্রমাণিত হয়, সেই মত ওই পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এতে রুমার আত্মার শান্তি পাবে, খুনিরা শাস্তি পেয়েছে খুব ভালো লাগছে রুমার বাপের বাড়ি সদস্যদের।
Partha Mukherjee