এরপর আসরে নামে ডি.এম.জি (Disaster Management Group)। গত তিনদিন ধরে তাঁরা আধুনিক স্পিডবোট নিয়ে উদ্ধারকার্য চালায়। কিন্তু, রহস্যজনকভাবে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, প্রথমদিনই অর্থাৎ মঙ্গলবার ওই ব্যক্তির সাইকেল ও জুতো উদ্ধার করেছিলেন পুলিশকর্মীরা। এদিকে, শনিবার ঠিক সন্ধ্যার মুখে বাদল মাহাতো'র মৃতদেহ উদ্ধার হওয়ার পর, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস, পিড়াকাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনন্দ মণ্ডল সহ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, জেলা শহর মেদিনীপুরের অদূরে ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) সংলগ্ন শ্যাওড়া এলাকায় কলাইচন্ডী খালের উপর যে সেতু আছে, সেই জরাজীর্ণ সেতু থেকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছিল সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় (West Medinipur News)। গোদামৌলি গ্রামের বাদল মাহাত (৪৫) সোমবার সন্ধ্যায় সাইকেল নিয়ে ওই সেতুর উপর দিয়ে নিজের বাড়ি (গোদামৌলি) ফেরার সময়, ওই জরাজীর্ণ সেতু থেকে খালের জলে পড়ে যান বলে স্থানীয়দের দাবি। খাল থেকে সাইকেল ও জুতো উদ্ধার হওয়ায়, পরিবার ও পুলিশকর্মীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। এরপর, মঙ্গলবার থেকে একদিকে যেমন চলেছে উদ্ধার কার্য, ঠিক অন্যদিকে গ্রামবাসীরা ওই জরাজীর্ণ সেতু অবিলম্বে সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ চালিয়ে গেছেন। বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা শালবনীর ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ-কেও। তবে, ওই সেতু অবিলম্বে সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Partha Mukherjee