আরও পড়ুন: ‘পেটের যন্ত্রণায়’ বিডিও অফিসের মধ্যে এ কী করলেন সরকারি কর্মী! হায় হায় করে উঠল সবাই
দেবী মহামায়ার আগমনকে ঘিরে থাকে উন্মাদনা, থাকে বিভিন্ন আয়োজন। পুজোর প্যান্ডেল থেকে আলোক সজ্জাতে চমক দেয় পুজো কমিটিগুলো।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুজোকে ঘিরে বহু মানুষ আনন্দে থাকে। বাখরাবাদ নবীন-প্রবীণ জাগ্রত সংঘ দ্বারা পরিচালিত বাখরাবাদ সর্বজনীন দুর্গোৎসব প্রতিবছরের মতো এবারও প্যান্ডেলে এনেছে থিমের চমক। গ্রামীণ এলাকায় ৬০ বছরে পড়েছে এই পুজো। ৬০ বছরের পুজোতে এবারের প্যান্ডেল হবে মুম্বইয়ের লক্ষ্মী নারায়ণ মন্দিরের আদলে। সেই আদল ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর শিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলছেন।
advertisement
জেলার খড়গপুর, মেদিনীপুর ছাড়িয়ে গ্রামীণ এলাকার থিমের পুজোও নজর কাড়ছে। যার মধ্যে অন্যতম বাখরাবাদ সর্বজনীন। ১৯৬৩ সালে গ্রামের কিছু মানুষের উদ্যোগে শুরু হয় এই পুজো। এরপর বদল এসেছে আঙ্গিকে, বদল সাজসজ্জাতেও। এবারে মুম্বইয়ের বিখ্যাত লক্ষ্মী নারায়ণ মন্দির হাতের কাছে। ছুটেই পৌঁছে যাওয়া যাবে। করা যাবে প্রতিমা দর্শনও।
রঞ্জন চন্দ