তবে প্রায় ৮০ বছরের পুরানো ঐতিহ্যশালী দুর্গাপুজো ছোট বাজার দুর্গোৎসব কমিটির এবারে থিম বুর্জ আল আরব। যদিও এবারে তাদের থিমের পরিকল্পনা ছিল বুর্জ খালিফা কিন্তু ১০০ ফুটের উপর বুর্জ খালিফা করতে গিয়ে প্রশাসনের অনুমতিতে সমস্যায় পড়েন উদ্যোক্তারা।
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আজও বারবারে বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট
advertisement
অবশেষে সেই থিম পরিবর্তন করে দুবাইয়ের বুর্জ আল-আরব গড়তে চাইছে এই ছোট বাজার। প্রায় কুড়ি লক্ষ টাকা খরচা করে এই মন্ডপে থাকছে পুরো সোনায় মোড়া। দিনে এক ধরনের এই মন্ডপ দেখা যাবে রাতের সৌন্দর্যে আরেক ধরনের।এছাড়া প্রতি ঘন্টা এবং সেকেন্ডে এই মন্ডপের রূপ এবং রং পরিবর্তন হবে। যা নজর কাড়বে দর্শকদের। দীর্ঘ করোনা কাল কাটিয়ে অবশেষে আগের মত পুজো হতে চলায় দর্শকদের মধ্যে ভিড় উচ্ছ্বাস থাকবে এই মণ্ডপ কে ঘিরে বলে মনে করছেন উদ্যোক্তারা।ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই এই মন্ডপের কাজ দ্রুতগতিতে সেরে ফেলতে চাইছেন তারা।
আরও পড়ুন - East Bengal News: লাল হলুদের নতুন সিইও নম্রতা পারেখ, চিনে নিন
এই মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকবে নতুনত্ব। কলকাতার কুমোরটুলি থেকে সাবেকি প্রতিমা এবারে আনা হচ্ছে এই মন্ডপে।তাই এই বিগ বাজেটের মন্ডপের পাশাপাশি প্রতিমা নজর কাড়বে মেদিনীপুর শহরে বলে আশাবাদী উদ্যোক্তারা।পুজো উদ্যোক্তারা বলেন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল বুর্জ খালিফা কিন্তু দেখা গেল এই বুর্জ খালিফা করতে গেলে ছোট জায়গার উপর সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট মন্ডপে প্রশাসন কিছুতেই অনুমতি দিচ্ছে না। কারণ নিরাপত্তা এবং ভিড়ের কারণে এই মন্ডপে নিষেধাজ্ঞা। তাই আমরা বুর্জ খালিফা ছেড়ে দুবাইয়ের সোনার এই বুর্জ আল আরব মন্ডপে তৈরি করছি।যা দেখতে ভিড় জমাবেন দর্শকরা।দিনের পাশাপাশি রাত্রেও ভিন্ন ভিন্ন রঙের এই মন্ডপের রূপ নজর কাড়বে দর্শকদের।
Partha Mukherjee