TRENDING:

Durga Puja 2022: ‘বুর্জ খালিফা’ তো অনেক হল, এবার পুজোয় সোনায় মোড়া 'বুর্জ আল আরব'

Last Updated:

বুর্জ খলিফা নয়, দর্শক টানতে এবারে সোনায় মোড়া 'বুর্জ আল আরব'মেদিনীপুরের পুজোয়, প্রায় ৮০ বছরের পুরানো ঐতিহ্যশালী দুর্গাপুজো ছোট বাজার দুর্গোৎসব কমিটির এবারে থিম বুর্জ আল আরব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: বুর্জ খলিফায় প্রাবন্ধি, তাই দর্শক টানতে এবারে সোনায় মোড়া 'বুর্জ আল আরব' ছোট বাজারের পূজো মন্ডপে। সামনেই বাংলা আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।আর এই দূর্গোপূজোর প্রস্তুতি ইতিমধ্যেই শহর জেলা ও রাজ্যজুড়ে।তবে এই পুজোতে নতুন নতুন ধরনের থিম এবং নতুন নতুন থিমের প্রতিমা দর্শকদের উপহার দিয়ে নজর করে জেলা ও রাজ্যের পুজো মণ্ডপ গুলি।এক্ষেত্রে পিছিয়ে থাকে না বনেদি পুরাতন পুজো গুলিতেও।
advertisement

তবে প্রায় ৮০ বছরের পুরানো ঐতিহ্যশালী দুর্গাপুজো ছোট বাজার দুর্গোৎসব কমিটির এবারে থিম বুর্জ আল আরব। যদিও এবারে তাদের থিমের পরিকল্পনা ছিল বুর্জ খালিফা কিন্তু ১০০ ফুটের উপর বুর্জ খালিফা করতে গিয়ে প্রশাসনের অনুমতিতে সমস্যায় পড়েন উদ্যোক্তারা।

আরও পড়ুন -  Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আজও বারবারে বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট

advertisement

অবশেষে সেই থিম পরিবর্তন করে দুবাইয়ের বুর্জ আল-আরব গড়তে চাইছে এই ছোট বাজার। প্রায় কুড়ি লক্ষ টাকা খরচা করে এই মন্ডপে থাকছে পুরো সোনায় মোড়া। দিনে এক ধরনের এই মন্ডপ দেখা যাবে রাতের সৌন্দর্যে আরেক ধরনের।এছাড়া প্রতি ঘন্টা এবং সেকেন্ডে এই মন্ডপের রূপ এবং রং পরিবর্তন হবে। যা নজর কাড়বে দর্শকদের। দীর্ঘ করোনা কাল কাটিয়ে অবশেষে আগের মত পুজো হতে চলায় দর্শকদের মধ্যে ভিড় উচ্ছ্বাস থাকবে এই মণ্ডপ কে ঘিরে বলে মনে করছেন উদ্যোক্তারা।ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই এই মন্ডপের কাজ দ্রুতগতিতে সেরে ফেলতে চাইছেন তারা।

advertisement

View More

আরও পড়ুন -  East Bengal News: লাল হলুদের নতুন সিইও নম্রতা পারেখ, চিনে নিন

এই মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকবে নতুনত্ব। কলকাতার কুমোরটুলি থেকে সাবেকি প্রতিমা এবারে আনা হচ্ছে এই মন্ডপে।তাই এই বিগ বাজেটের মন্ডপের পাশাপাশি প্রতিমা নজর কাড়বে মেদিনীপুর শহরে বলে আশাবাদী উদ্যোক্তারা।পুজো উদ্যোক্তারা বলেন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল বুর্জ খালিফা কিন্তু দেখা গেল এই বুর্জ খালিফা করতে গেলে ছোট জায়গার উপর সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট মন্ডপে প্রশাসন কিছুতেই অনুমতি দিচ্ছে না। কারণ নিরাপত্তা এবং ভিড়ের কারণে এই মন্ডপে নিষেধাজ্ঞা। তাই আমরা বুর্জ খালিফা ছেড়ে দুবাইয়ের সোনার এই বুর্জ আল আরব মন্ডপে তৈরি করছি।যা দেখতে ভিড় জমাবেন দর্শকরা।দিনের পাশাপাশি রাত্রেও ভিন্ন ভিন্ন রঙের এই মন্ডপের রূপ নজর কাড়বে দর্শকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2022: ‘বুর্জ খালিফা’ তো অনেক হল, এবার পুজোয় সোনায় মোড়া 'বুর্জ আল আরব'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল