আরও পড়ুন: গরুর গোয়ালে চলছে অঙ্গনওয়াড়ি!
প্রসঙ্গত ২০২১ সালের বন্যার স্মৃতি আজও দগদগে। সেবারেও বন্যায় খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় এলাকাজুড়ে। প্রসঙ্গত গত সপ্তাহের শুরু থেকে প্রবল বৃষ্টিতে নাজেহাল হয় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা। গোদের উপর বিষ ফোঁড়ার মত ডিভিসি তাদের জলাধার থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটাল সহ সবং ব্লকের বিভিন্ন এলাকায়। তবে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও সবংয়ের বেশ কিছু এলাকা থেকে জল নামেনি। বাধ্য হয়ে জল যন্ত্রণার মধ্যেই জীবন অতিবাহিত করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।
advertisement
কার্যত খাটে বসেই দিন কাটছে সবংবাসীর। নোংরা জলে দিন কাটিয়ে কোনও রকম করে একবেলা খেয়ে দিন কাটছে তাঁদের। পাশাপাশি নোংরা জমা জলে বাড়ছে পানীয় জলের সঙ্কটও। বাড়ি থেকে কোথাও যেতে কিংবা আসতে গেলে কোমর সমান জল পেরিয়ে যেতে হচ্ছে তাঁদের। সবং ব্লকের বিষ্ণুপুর, ভেমুয়া, মোহাড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। জমা জলের কারণে বিভিন্ন জায়গায় নানা রোগের আশঙ্কা দেখা দিচ্ছে। চোখ রাঙাচ্ছে ডায়েরিয়া, চর্মরোগের প্রকোপও। কবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ?
এদিকে দুর্গাপুজোর আর বাকি মাত্র কটা দিন। এমন সময় সবং-এর বিস্তির্ণ এলাকা জলের তলায় থাকায় পুজো হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুজোর আগে রীতিমত বিভ্রান্ত গোটা সবং।
রঞ্জন চন্দ