তিনি দাবি করেছেন ১৯ শতকে খড়গপুরের শান্তি বিরাজ করত। কিন্তু এখন রেল শহরের অলিতে গলিতে তৈরি হয়েছে দাদা। যদিও সমাজ বদলানো এবং রেলনগরীতে শান্তির বার্তা দেন তিনি। যদিও রাম বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতি হিংসামূলক বলে দাবি তার।
তার অভিযোগ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং যার নেপথ্যে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ রামবাবুর। রামবাবু খড়গপুর শহরে ফিরলে আবারও সন্ত্রাস সৃষ্টি হতে পারে কাঁদতে কাঁদতে বলেছিলেন শ্রীনুর স্ত্রী তথা কাউন্সিলার পূজা নাইডু। তবে সে অভিযোগ ও কার্যত অস্বীকার করেছেন রামবাবু।
advertisement
আরও পড়ুন,লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা
আরও পড়ুন, চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পিছনে অন্যতম কারিগর কৃতী নীলাদ্রি, গর্বিত মছলন্দপুর
দীর্ঘ জেলবন্দী দশা কাটিয়ে তিনি বাড়ি ফিরেছেন এবং পরবর্তীতে তিনি তার পরিবারের সাথে থাকা এবং ব্যবসা করেই বাকি জীবন কাটাতে চান। মত রামবাবুর।
Ranjan Chanda