TRENDING:

Paschim Medinipur News: গ্রামে পুরনো একটি টিউবওয়েল! চরম জল সংকটে মামুদপুর গ্রামবাসীরা

Last Updated:

পানীয় জলের তীব্র সমস্যা, জল নিতে লম্বা লাইন! একমাত্র টিউবওয়েলের ভরসা প্রায় ৫০ টি পরিবারের। তাই জল নিতে প্রতিনিয়ত দিতে হয় লাইন। চার বছর আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পাম্প বসানো হলেও সেই পাম্প থেকে পড়ে না জল, আসে ভুতুড়ে বিদ্যুৎ বিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : পানীয় জলের তীব্র সমস্যা, জল নিতে লম্বা লাইন! একমাত্র টিউবওয়েলের ভরসা প্রায় ৫০ টি পরিবারের। তাই জল নিতে প্রতিনিয়ত দিতে হয় লাইন। চার বছর আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পাম্প বসানো হলেও সেই পাম্প থেকে পড়ে না জল, আসে ভুতুড়ে বিদ্যুৎ বিল। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ক্ষোভে ফাঁসছে এলাকার মানুষজন।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মামুদপুর গ্রামের। জানা যায় চন্দ্রকোনা ১ নং ব্লকের মামুদপুর গ্রামের দলুইপাড়ায় ৫০ টি পরিবারের বসবাস, আর সেই পঞ্চাশটি পরিবারেরই পানীয় জলের একমাত্র ভরসা পূর্বপুরুষের আমলে বসানো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি টিউবওয়েল।
advertisement

সকাল সন্ধ্যা জল নিতে পড়ে লম্বা লাইন , গ্রামের মানুষদের দাবি, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কয়েক বছর আগে বসানো হয়েছিল একটি পাম্প সেই সময় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছিল তৈরী করা হবে পাইপ লাইন, কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। এদিকে বিদ্যুৎ সংযোগ হলেও চলে না পাম্প, কিন্তু প্রতিনিয়ত আসে বিদ্যুতের বিল , সমস্ত কিছু বিষয় গ্রাম পঞ্চায়েত ও গ্রামের পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও কোন অজানা কারণে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি।

advertisement

এলাকাবাসীর দাবি দ্রুত প্রশাসন তাদের পানীয় জলের ব্যবস্থা করুন। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তীর দাবি, এই বিষয়ে তাদের কেউ কোনো অভিযোগ জানায়নি। তবুও যেহেতু পানীয় জলের সমস্যা তাই গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: গ্রামে পুরনো একটি টিউবওয়েল! চরম জল সংকটে মামুদপুর গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল