তিনি বলেন, মেলা কমিটির সমস্ত সরকারি অনুমতি রয়েছে। কিন্তু দুর্ঘটনার কথা ভেবে নাগরদোলা ও মরণকুঁয়ার খেলা বন্ধ রাখা হয়েছে। আমরা চাই মানুষ আনন্দ উপভোগ করুক, তবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই খেলা গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে এই বিষয়ে মেলা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ চক্রবর্তী জানান, পৌরপ্রধান মহকুমাশাসকের কথা মেনেই মেলাতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই কারনেই এই দুটি ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্তে আমরা সহমত। সুষ্ঠ ভাবে মেলা চলুক এটাই আমাদের আশা।
advertisement
আরও পড়ুনঃ থ্যালাসেমিয়ার সাথে লড়াই করেই ডাক্তারি পড়ায় সুযোগ ইন্দ্রানীর
প্রসঙ্গত, মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পূজো উপলক্ষ্যে গত ৫ ই নভেম্বর থেকে শুরু হয়েছে মেদিনীপুর মেলা ও উৎসব। যেখানে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর স্টলের পাশাপাশি বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট এসেছে। মেলা শুরু পরের দিনই অর্থাৎ সোমবার মহকুমা প্রশাসনের নির্দেশে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান হাজির হন মেলা প্রাঙ্গনে এবং মেলা কমিটির উদ্যোক্তাদের নাগরদোলা ও মরন কুঁয়ো ইভেন্ট দুটি বন্ধ করার নির্দেশ দেন।
Partha Mukherjee