আরও পড়ুন Weather Alert: দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ঝড়জলে ভাসতে চলেছে আগামী কয়েক ঘণ্টায়
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনকারীদের মূল টার্গেট রেল। তাই এই ধ্বংসাত্মক আন্দোলনের প্রভাব যাতে কোনো ভাবেই মেদিনীপুর স্টেশনে এসে না পড়ে সেজন্য প্রতিদিন সকাল থেকে মেদিনীপুর স্টেশনে চলছে রেল পুলিসের বিশেষ নজরদারি। স্টেশনজুড়ে নাকা চেকিং চালাচ্ছে রেলপুলিশ কর্মীরা। আঁটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের শালবনি গড়বেতা সহ একাধিক রেল স্টেশনেও।
advertisement
বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা মেদিনীপুর স্টেশনের এক রেল পুলিশ আধিকারিক জানান, দেশ জুড়ে যেভাবে রেল ব্যবস্থার উপর আঘাত নেমে আসছে, তার ফলে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। কারন রেল পরিষেবার উপর নির্ভর করে সব থেকে বেশি লাভবান হয় সাধারণ মানুষ, তাই মানুষের পরিষেবায় তৈরি রেলকে রক্ষা করা আমাদের কর্তব্য। তাই রেল বিভাগের পক্ষ থেকে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে রেল ও রেলযাত্রীদের নিরাপত্তার স্বার্থে।
Partha Mukherjee