জানা যায়, অভিনন্দন ছোট থেকেই বাবার কাছে যোগ ব্যায়াম অভ্যাস করতো। তিন বছর বয়স থেকেই অভিনন্দন যোগাসন অভ্যাস করে। বর্তমানে যোগাসনে জেলা ও রাজ্য স্তরে একাধিক বার উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। অভিনন্দন জানায়, ছোট থেকেই তার যোগাসন করতে ভালো লাগতো (National Record)। তাই সে যোগাসনকে সঙ্গী করে নিয়েছিল। বরাবরই স্বপ্ন ছিল জাতীয় স্তরে স্থান অর্জন করে, জেলা পশ্চিম মেদিনীপুর এবং বাংলার নাম উজ্জ্বল করবে। আর এতদিনে তার সেই স্বপ্ন পূরন হওয়ায় কার্যত আপ্লুত অভিনন্দন।
advertisement
অভিনন্দনের বাবা সঞ্জিত ঘোষ বলেন, "যোগ ব্যায়াম ভারতবর্ষের প্রাচীন পরম্পরা। ভারতবর্ষ, ঋষি মুনির দেশ। প্রাচীনকাল থেকে আমাদের দেশের সাধু-সন্তরা যোগ ব্যায়ামের মাধ্যমে দেড়শ দুইশ বছর বেঁচে থাকতেন। বর্তমানে, সারা পৃথিবী এই যোগ ব্যায়াম নিয়ে নতুন দিশা পাচ্ছে। আমাদের দেশের যোগব্যায়াম ধার করেই সারাবিশ্ব চালিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগ নিয়ে অনেক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশে সেই ভাবে যোগের চর্চা নেই।" অভিনন্দন অবশ্য জানিয়েছেন, তিনি বড় হয়ে বাবার মত যোগ ব্যায়ামের শিক্ষক হতে চান (National Record)।
Partha Mukherjee