এরপর চীৎকার শুনে হাতিটি গ্রামের ভেতর দিয়ে জঙ্গলে ফিরে যায়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু হাটের মানুষ নয়, গ্রামের মানুষ ও আতঙ্কিত হয়ে পড়েন। হাতি ফিরে যাওয়ার পর ফের স্বাভাবিক হয় হাট। বেশ কিছুক্ষন অপেক্ষার পর যখন হাটের ব্যবসায়ী দেখেন, হাতিটি নিজে থেকে যাওয়ার পাত্র নয়, তখন শেষমেশ স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্ঠায় দাঁতালটিকে তাড়া করে জঙ্গলে ফেরত পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ প্লাষ্টিক দ্রব্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে ডোমদের বংশ পরম্পরার বাঁশ শিল্প
প্রতিনিয়ত যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতেই আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দদের অভিযোগ, দিনের পর দিন জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। ফলে জঙ্গলের মধ্যে দেখা দিচ্ছে খাবারের অভাব।
আরও পড়ুনঃ হাজারও চেষ্টা সত্ত্বেও নিষিদ্ধ পলিব্যাগ ব্যবহারে নেই সম্পূর্ন লাগাম!
যার ফলে ক্ষিদের জ্বালায় দলছুট হাতি, কখনও আবার হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে বা চাষের জমিতে এবং ফসলের পাশাপাশি নষ্ট করছে চাষবাস, বাড়িঘর, ঘটছে প্রাণহানির ঘটনাও। এসব কিছুর জন্য তারা প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন।
Partha Mukherjee