খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সাপ উদ্ধারে আসলেও সাপ না পেয়ে ফিরে যেতে হয়। পুনরায় মঙ্গলবারও ক্ষীরপাই গ্রামীন হাসপাতাল জুড়ে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবারও খবর দেওয়া হয় বন দফতরে। এদিন পুনরায় বন দফতরের কর্মীরা পৌঁছে গ্রামীন হাসপাতালের অফিস কোয়াটার থেকে উদ্ধার করে একটি বিষধর গোখরো সাপ। বন দফতরের ওয়াইল্ড লাইফ রিকোভারী টিমের সদস্য মলয় ঘোষ জানান, সাপটি পূর্ন বয়স্ক এবং সুস্থ রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রাখী ও জাতীয় পতাকা তৈরীর জন্য ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা
সাপটিকে উদ্ধার করে অন্যত্র নিরাপদ স্থানে তার উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। তবে হাসপাতালের অফিস কোয়ার্টারে আরও বেশ কয়েকটি সাপ আছে বলে বনদফতর সূত্রে খবর। তবে বন দফতরের তরফে সকলকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়, যাতে সাপকে কেউ না মারে। বিষধর সাপ দেখতে পেলেই বন দফতরে খবর দিতে বলা হয়েছে।
Partha Mukherjee