শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বছর ২৭ এর এক যুবকের। জানা গিয়েছে যুবকের বাড়ি মেদিনীপুর শহরের একটি এলাকায়। কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই যুবক। বৃহস্পতিবারই তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে। এরপর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
গোটা বিষয় নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গির পরিস্থিতি খুব উদ্বেগজনক না হলেও কত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের হার বেশি। যে সব এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি সেই সব জায়গায় নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
চলতি মাসের ২ তারিখ মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সংক্রমিত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। এরপর শুক্রবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যু নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২। গোটা ঘটনায় কিছুটা হলেও চিন্তিত জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা।
রঞ্জন চন্দ