হাতেগোনা কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন ও গ্রামীণ ভোটারদের ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারে সচেতন করতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিস চত্বরে এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে ব্যালট ইস্যু করা থেকে শুরু করে ভোট দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া হাতেকলমে দেখানো হচ্ছে।
advertisement
এই সচেতনতামূলক ভোটিং প্রক্রিয়ায় নতুন ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার নিয়ম শেখানো হচ্ছে। পাশাপাশি পুরনো ভোটারদেরও ভিভিপ্যাটের মাধ্যমে নিজের ভোট সঠিকভাবে পড়েছে কিনা সেটা কীভাবে যাচাই করতে হবে— সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটারদের অজ্ঞতার সুযোগ নিয়ে গ্রামাঞ্চলে অনেক সময় একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সমস্যা রোধ করতেই এই উদ্যোগ।
ইভিএম ও ভিভিপ্যাড ব্যবহৃত হওয়ায় নিরাপত্তার দিকটিও গুরুত্ব সহকারে দেখা হয়েছে। ব্লক অফিস চত্বরে মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং ভোট দেওয়ার সময় গোপনীয়তা ও নিয়ম মেনে চলার বিষয়েও সচেতন করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকের বিভিন্ন এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচি কয়েকদিন ধরে চলবে। প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে ভোটাররা আরও সচেতন হবেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সঠিক ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।





