ছোট ছোট খেলনা বাসনপত্র, হাঁড়ি-পাতিল নিয়ে নিজেরাই রান্না করছে, খাবার বানিয়ে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছে পিকনিকের আনন্দ। এমনই এক হৃদয়ছোঁয়া দৃশ্য ধরা পড়ল মালদহ জেলার কালিয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই শিশুদের পিকনিক শুধু স্থানীয়দেরই নজর কাড়েনি, বরং নজর কেড়েছে রাজ্যের এক প্রতিমন্ত্রীরও। কনভয় নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
advertisement
আরও পড়ুনঃ ৬০ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে গঙ্গাসাগরে বিরাট সাফল্য প্রশাসনের! মেলা প্রাঙ্গণ থেকে ১১২ জন গ্রেফতার
শিশুদের এই স্বতঃস্ফূর্ত আয়োজন দেখে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কিছুটা সময় কাটালেন তিনি। শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পিকনিকের আনন্দে সামিল হয়ে নিজের শৈশবের স্মৃতিতেও ফিরে যান প্রতিমন্ত্রী।
এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে ছোট থেকে বড় সকলেই আজ মোবাইলের প্রতি আসক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই শিশুদের এমন সহজ, স্বাভাবিক ও সৃজনশীল আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। তাদের এই পিকনিক দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। আমরাও ছোটবেলায় বাড়ি থেকে নানা রকম ছোট বাসনপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিক করতাম। এখন পিকনিকের মরশুম চলছে, বড়দের দেখে শিশুরাও নিজেদের মতো করে এমন আয়োজন করছে এটা দেখে খুব ভাল লাগছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনে যেখানে শৈশব ধীরে ধীরে মোবাইলের পর্দায় বন্দি হয়ে পড়ছে, সেখানে আজও গ্রাম বাংলার কিছু শিশু খেলাধুলা আর কল্পনার মধ্য দিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করছেন। এই দৃশ্য নিঃসন্দেহে সকলকেই আপ্লুত করেছে। প্রযুক্তির ভিড়েও যে গ্রাম বাংলার শিকড়, ঐতিহ্য আর শৈশবের সরল আনন্দ আজও অটুট রয়েছে। মালদহের কালিয়াচকের এই ছবি তারই জীবন্ত উদাহরণ।





