সমাজের বঞ্চিত, অনাথ ও স্বজনহারা এই শিশুরাই এবার সফরসঙ্গী হবে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। এমনই এক মানবিক ও অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ। মালদহ জেলার হবিবপুর ব্লকের বানপুর গ্রামে অবস্থিত শান্তি কুঞ্জ আশ্রমের মোট ১০ জন শিশু সুযোগ পেতে চলেছে সদ্য উদ্বোধন হতে চলা ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে সফর করার। আধুনিক, বিলাসবহুল এই ট্রেনে চড়া শুধু ভ্রমণ নয়, এই শিশুদের কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগের কথা জানতেই আনন্দে চোখে মুখে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আশ্রমের শিশুদের মধ্যে।
advertisement
মালদহ রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসরাজ মাঝি জানান, “আগামী ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মালদহ টাউন স্টেশন থেকে উদ্বোধন হবে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ঐতিহাসিক মুহূর্তে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি আশ্রমের শিশুরাও নতুন এই ট্রেনে সফর করার সুযোগ পাবে। মোট ৬০ জন শিশুর জন্য এই বিশেষ সফরের ব্যবস্থা করা হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষ। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ নয়, বরং সমাজের প্রান্তিক শিশুদের স্বপ্ন দেখার সাহস জোগানোর এক অনন্য দৃষ্টান্ত।





