TRENDING:

Vande Bharat Sleeper: 'টিকিট কনফার্ম'! রেলের মানবিক উদ্যোগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে চড়বে ১০ স্বজনহারা শিশু

Last Updated:

Vande Bharat Sleeper: দূর থেকে ছুটে চলা ট্রেন দেখেছে বহুবার, কিন্তু ভাগ্য কোনোদিন সহায় হয়নি ট্রেনে চড়ার। এবার সেই স্বপ্নই বাস্তবের রূপ নিতে চলেছে। সমাজের বঞ্চিত, অনাথ ও স্বজনহারা এই শিশুরাই এবার সফরসঙ্গী হবে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। এমনই এক মানবিক ও অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কারও মা নেই, কারও বাবা নেই। আবার কারও জীবনে নেই আপন বলতে কেউই। বাবা-মাকে হারিয়ে জীবনের শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে ওঁরা। সেই ছোট্ট বয়সেই সংসারহীনতার যন্ত্রণা বুকে নিয়ে আশ্রয় নিয়েছে একটি চার দেওয়ালের ঘেরা আশ্রমে। সেই আশ্রমই তাঁদের ঘর, পরিবার এবং ঠিকানা। পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া জীবনের প্রতিটি প্রয়োজন মেটে দিন কাটে এখানেই। কিন্তু আশ্রমের গণ্ডি পেরিয়ে বাইরের দুনিয়া দেখার সুযোগ কোনওদিনই হয়ে ওঠেনি। দূর থেকে ছুটে চলা ট্রেন দেখেছে বহুবার, কিন্তু ভাগ্য কোনদিন সহায় হয়নি ট্রেনে চড়ার। এবার সেই স্বপ্নই বাস্তবের রূপ নিতে চলেছে।
advertisement

সমাজের বঞ্চিত, অনাথ ও স্বজনহারা এই শিশুরাই এবার সফরসঙ্গী হবে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। এমনই এক মানবিক ও অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ। মালদহ জেলার হবিবপুর ব্লকের বানপুর গ্রামে অবস্থিত শান্তি কুঞ্জ আশ্রমের মোট ১০ জন শিশু সুযোগ পেতে চলেছে সদ্য উদ্বোধন হতে চলা ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে সফর করার। আধুনিক, বিলাসবহুল এই ট্রেনে চড়া শুধু ভ্রমণ নয়, এই শিশুদের কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগের কথা জানতেই আনন্দে চোখে মুখে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আশ্রমের শিশুদের মধ্যে।

advertisement

আরও পড়ুন: কৃষি নির্ভর ভারতে চাষাবাদে মহিলাদের অগ্রগতি আনতে অভিনব আয়োজন মুর্শিদাবাদে! সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বড়

মালদহ রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসরাজ মাঝি জানান, “আগামী ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মালদহ টাউন স্টেশন থেকে উদ্বোধন হবে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ঐতিহাসিক মুহূর্তে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি আশ্রমের শিশুরাও নতুন এই ট্রেনে সফর করার সুযোগ পাবে। মোট ৬০ জন শিশুর জন্য এই বিশেষ সফরের ব্যবস্থা করা হয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
'টিকিট কনফার্ম'!রেলের মানবিক উদ্যোগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে চড়বে ১০স্বজনহারা শিশু
আরও দেখুন

রেল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষ। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ নয়, বরং সমাজের প্রান্তিক শিশুদের স্বপ্ন দেখার সাহস জোগানোর এক অনন্য দৃষ্টান্ত।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Vande Bharat Sleeper: 'টিকিট কনফার্ম'! রেলের মানবিক উদ্যোগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে চড়বে ১০ স্বজনহারা শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল