TRENDING:

Book Fair: ফোনে নয়, বইয়ের পাতায় মেধার বিকাশ! তমলুকে শুরু বইমেলা ২০২৬, জেলাশাসকের বিশেষ আবেদন

Last Updated:

East Medinipur Book Fair: রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুরে বইমেলার আসর। তমলুকের রাজ ময়দানে শুরু হল বইমেলা ২০২৬। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বইমেলায় প্রায় ৯২টির বেশি বইয়ের স্টল রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বর্তমান প্রজন্ম বই ছেড়ে বেশি করে আকৃষ্ট হয়েছে ইলেকট্রনিক্স গেজেটের প্রতি। ফলে বই বিক্রির হার তুলনামূলকভাবে অনেকটাই কম। বইয়ের প্রতি সাধারণ মানুষ-সহ বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করতে উদ্যোগী হয়েছে বর্তমান রাজ্য সরকার। যার ফলে জেলায় জেলায় সংঘটিত হচ্ছে বইমেলা। সরকারি উদ্যোগে এবার পূর্ব মেদিনীপুর জেলায় বইমেলার আসর। তমলুকের রাজ ময়দানে বইমেলার আসর বসছে।
advertisement

এই ডিজিটাল যুগের ব্যস্ততায় বইমেলা প্রাসঙ্গিক। কারণ বইয়ের বিকল্প হয় না। তাই প্রতিবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি রাজ্যজুড়ে জেলায় জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বইমেলার আসর বসে। পূর্ব মেদিনীপুর জেলায় বিগত বছরগুলিতে বইমেলায় উত্তরোত্তর বই বিক্রি বেড়েছে‌।

আরও পড়ুনঃ কলকাতার খুব কাছেই একটুকরো স্বর্গ! ক্ষীরাইয়ের ‘ফ্লাওয়ার্স ভ্যালি’ টেক্কা দেবে বিদেশের সৌন্দর্যকেও, হোমস্টে চালু করেছে রাজ্য সরকার

advertisement

প্রসঙ্গত, শেষবার জেলা বইমেলায় বইয়ের বিক্রি ভাল হয়েছিল। বইমেলায় বিভিন্ন স্টল থেকে প্রায় ২২ লক্ষ টাকারও বেশি বই বিক্রি হয়েছিল। এইবারের বইমেলাকে সফল করার উদ্দেশে বইমেলার উদ্বোধনের আগে তমলুক শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বইমেলার মঞ্চে প্রতিদিন নানান ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে।

View More

আরও পড়ুনঃ আলপিন থেকে আলমারি, অ্যান্টিক জিনিস সবই অর্ধেক দামে! দক্ষিণ বিষ্ণুপুরের শুরু হল ঐতিহ্যবাহী ভাঙা মেলা, কীভাবে যাবেন? রইল রুটম্যাপ

advertisement

জেলা বইমেলার আয়োজন নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনিস ঋষিণ ইসলাম জানিয়েছেন, “পূর্ব মেদিনীপুর জেলায় বইমেলার একটি ইতিহাস রয়েছে। প্রতিবছর এই বইমেলায় চাহিদা বাড়ছে। শেষ বছর ৭২টি স্টল ছিল। এবার স্টল সংখ্যা বেড়ে ৯২টি হয়েছে। অত্যাধুনিক ইলেকট্রনিক্স যুগেও বইয়ের কোন বিকল্প নেই। কারণ বই হল মেধা বিকাশের অন্যতম মাধ্যম। বই পড়ার মাধ্যমে‌ মানুষের মনে চিত্রকল্পের জন্ম হয়। যা থেকে মানুষের ভাবনা আরও দৃঢ় হয়। ‌ তাই মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেটে পড়াশোনা বাদ দিয়ে বই পড়া উচিত।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বইমেলায় প্রায় ৯২টির বেশি বইয়ের স্টল রয়েছে। কলকাতা জেলা মিলিয়ে বড় প্রকাশনার স্টল রয়েছে মেলায়। এর পাশাপাশি লিটিল ম্যাগাজিন কর্নার রাখা হয়েছে। জেলা বইমেলায় সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের অতীত, বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
আরও দেখুন

বর্তমান ইলেকট্রনিক্স গেজেটের যুগে বই যে মানুষের প্রকৃত বন্ধু তা তুলে ধরতে প্রচেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলায় বিগত বছরগুলিতে বইমেলায় উত্তরোত্তর বই বিক্রি বেড়েছে‌। সব মিলিয়ে পড়ন্ত শীতে নতুন বইয়ের ঘ্রাণে তমলুকের আকাশ বাতাস মুখরিত হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Book Fair: ফোনে নয়, বইয়ের পাতায় মেধার বিকাশ! তমলুকে শুরু বইমেলা ২০২৬, জেলাশাসকের বিশেষ আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল