জেলার বিভিন্ন প্রান্তের মাহিলা গোষ্ঠী বা স্বনির্ভর দলের হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ও খাদ্য সামগ্রী থাকছে এই মেলায়। এবছর মোট ৫০টি স্টল এবং মেলা প্রাঙ্গণের ঠিক বাইরে ৬টি ফাস্ট ফুড স্টল রয়েছে। জেলার বিভিন্ন জায়গার পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের হাতের তৈরি জিনিসপত্রের স্টলও রয়েছে। এই জেলার পাশাপাশি নদিয়া এবং বীরভূমেরও দুটি স্টল রয়েছে।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলার আগমন হয়েছে এই মেলায়। নিজেদের হাতের তৈরি কাজ তুলে ধরতে সক্ষম হচ্ছেন তারা। আগে তাদের তৈরি জিনিস বিক্রির কোনও মঞ্চ ছিল না। এখন তারা সেই মঞ্চ পেয়েছে। এতে তাদের রোজগারের রাস্তা তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষতি
এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা পুষ্পবতী মাহাতো বলেন, আগের তুলনায় তারা অনেকটাই স্বনির্ভর হওয়ার পথ খুঁজে পেয়েছেন। তাদের হাতে তৈরির বিভিন্ন সামগ্রী সকলের কাছে তারা পৌঁছে দিচ্ছেন। এতে তাদের অনেকটাই উপকার হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মেলার মধ্য দিয়ে জেলার স্বনির্ভর দলের মহিলা-সহ আদিবাসী মহিলারা বিশেষ ভাবে স্বাবলম্বী হওয়ার দিশা খুঁজে পাচ্ছেন তাদের নিজস্ব পরিচিতি তৈরি হচ্ছে। রোজগারের বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। যা আগামী দিনে তাদের অনেকটাই উপকারে আসবে।





